পূর্ব লন্ডনে দুই শিশুকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ লন্ডনে এক কন্যা সন্তান ও পুত্র সন্তানকে হত্যার অভিযোগ আনা হয়েছে তাদের পিতার বিরুদ্ধে।গত ২ এপ্রিল পূর্ব লন্ডনের ইফফোর্ডের অলডবরো রোড়ে একটি ঘরে ১৯ মাস বয়সী পভিন্য নিতিয়াকুমার ও ৩ বছর বয়সী নিগিশ নিতিয়াকুমারকে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন শিশু কন্যা পভিন্য। আর হাসপাতালে নেওয়া হলেও সেখানেই মৃত্যু হয় পুত্র সন্তানের।এই ঘটনায় ৪০ বছর বয়সী পিতা নাদরাজাহ নিতিয়াকুমারের বিরুদ্ধে দুটি খুনের অভিযোগ আনা হয়েছে।মেট পুলিশ জানিয়েছে অভিযুক্ত পিতাকে শুক্রবার টেমস ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিলো।