প্রশিক্ষিত আফগান সন্ত্রাসীদের ব্যাপারে বাংলাদেশ ‘সতর্ক থাকবে’: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ প্রশিক্ষিত আফগান সন্ত্রাসীদের ব্যাপারে বাংলাদেশ সতর্ক থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন।মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, আমরা অবশ্যই সতর্ক থাকব। আমরা এটা আর চাই না। আমেরিকার অনুরোধে আফগান জনগণকে সাময়িক আশ্রয় দেয়ার কোনো সুযোগ নেই।অন্যান্য সার্ক দেশ আফগান জনগণকে আশ্রয় দিলে বাংলাদেশের অবস্থান কী হবে জানতে চাইলে ড. মোমেন বলেন, মন্তব্য করার আগে তাদের অবস্থান দেখা দরকার।

সোমবার রাতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দেয়া আফগানিস্তানের কিছু লোককে অস্থায়ী আশ্রয় দেয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে ইতোমধ্যে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ একটি বড় সমস্যায় রয়েছে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনুরোধ পাওয়ার অর্থই হল বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আস্থা রয়েছে এবং এটি ইতিবাচক ব্যাপার। তবে বাংলাদেশ তা গ্রহণ করতে অক্ষম।ড. মোমেন জানান, বাংলাদেশ আফগানিস্তানের জনগণকে অস্থায়ী আশ্রয় দেয়ার জন্য আমেরিকা যেসব দেশকে অনুরোধ করেছে সেসব দেশের নাম জানতে চেয়েছে। তবে এ ব্যাপারে কোন নির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি।তিনি বলেন, প্রায় চার বছর আগে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। কিন্তু কোনো রোহিঙ্গার প্রত্যাবাসন হয়নি। গত কয়েক বছর ধরে রাখাইনে কোন সহিংসতা নেই। সেহেতু তাদের ফিরে যাওয়া উচিত।

You might also like