প্রাইভেট রেন্টার ও ল্যান্ডলর্ডদের সহায়তা দিচ্ছে কাউন্সিল

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্‌সঃ জুন মাস শেষ হওয়া পর্যন্ত টাওয়ার হ্যামলেটসে সব ধরনের হাউজিং পজেশন বা দখলী উচ্ছেদ কার্যক্রম স্থগিত করা হয়েছে, যার অর্থ হলো বর্তমানে কাউকে ঘর থেকে উচ্ছেদ করা যাবে না।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাউজিং পজেশন স্থগিতকরণের কথা জানিয়ে বলা হয়, বাড়িওয়ালা ও ভাড়াটেদের মধ্যে মধ্যস্ততায় সহায়তা করার জন্য কাউন্সিলের প্রাইভেট হাউজিং পরামর্শক দল প্রস্তুত রয়েছেন।আর্থিক সংকটের মুখোমুখি হওয়া ভাড়াটেদের তারা পরামর্শ দেবেন। housing.advice@towerhamlets.gov.uk – এই ইমেইলে তাদের সাথে যোগাযোগ করা যাবে।

You might also like