বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে নিয়ে শিল্পী শরীফ খানের গানের এ্যালবাম

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ তরুন ক্যাটারিং ব্যবসায়ি শরিফ খান সখের বসে গান গাইতেন।এক সময় তার ক্যাসেটও বেরিয়েছে।কিন্তু বাবার কাছে যার কথা সব সময় শুনতেন তাকে নিয়ে তিনি কোনো দিন গান গাননি।তিনি হলে বঙ্গবন্ধু।যিনি ৭০ দশকে তার বাবা মুসলিম খানের ইস্ট লন্ডনের রেস্টুরেন্টে আসতেন। সভা-মিটিং করতেন।একবার পাকিস্তানীরা বঙ্গবন্ধুকে বসা অবস্থায় এই রেস্টুরেন্টে ডিলও মেরেছিলো।সেইসব ছবি আছে তার কাছে।

এবার তিনি তার আবেগময় ভালোবাসা আর বাবার স্মৃতির জানান দিলেন বঙ্গবন্ধুকে নিবেদিত একটি গানের মাধ্যমে।যার গীতিকার শাহাবুদ্দিন মজুমদার।সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও একটি গান করেছেন তিনি।যার গীতিকার সুরেজ হোসেন।গত ৩ আগস্ট,সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাবের এর আনুষ্ঠানিক উদ্বোধনী হয়।এতে প্রধান অতিথি ছিলেন ইউকে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী। বিসিএ নেতা নাসির উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন খান মিডিয়ার এডভাইজার ও প্রেস ক্লাবের লাইফ মেম্বার শহিদুর রহমান ও বার্কিং-ডেগেনহাম কনসারভেটিভের সাবেক চেয়ার মি রিচাড।

You might also like