বাংলাদেশের চিকিৎসা উন্নত রাষ্ট্রগুলোকে হার মানিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

মানিকগঞ্জঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনা মোকাবিলায় সারাবিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল। জনসংখ্যার ঘনত্বে আমাদের দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুহার অনেক কম।শনিবার (২১ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের ২৫০ শয্যা হাসপাতালে কর্নেল মালেক মেডিকেল কলেজের বেইজ সেন্টার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই করোনা প্রতিরোধের সর্বোত্তম উপায়। তাই আমাদের করোনা যুদ্ধে টিকে থাকতে হলে সবাইকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সকলেই স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার করলে আমাদের দেশ থেকে করোনা আরও আগেই বিদায় নিতো। আমাদের স্বাস্থ্যসেবা ভালো আছে বলেই দেশে সব কর্মকাণ্ড স্বাভাবিক ভাবে চলছে।’

বিএনপির সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাকালে বিএনপি নেতারা ঘরে বসে শুধু সমালোচনা করেন। তারা বিপদের সময় মানুষের পাশে দাঁড়াননি, তবে তাদের দেখা গেছে প্রেসক্লাবের সামনে বড় বড় কথা বলতে।মন্ত্রী আরও বলেন, ‘দেশে ৩৮টি মেডিকেল কলেজ ২০-২২টি ইনস্টিটিউট জেলা-উপজেলা ও প্রত্যন্ত এলাকায় হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। দেশে সাড়ে ৮ লাখ মানুষের অন্ধত্ব রয়েছে। এদের চিকিৎসার জন্য সরকার কমিউটিনি ভিশন সেন্টার চালু করেছে। এই কমিউনিটি ভিশনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষজন বিশেষজ্ঞ চক্ষু ডাক্তারের সেবা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী চিকিৎসা আজ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।’

You might also like