বাংলাদেশের প্রতিমন্ত্রী ও এমপির সম্মানে রেডব্রিজ মেয়রের চা-চক্র ও মতবিনিময়

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: রেডব্রিজ কাউন্সিলের মেয়র রয় এমেটের আমন্ত্রণে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বুধবার ইলফোর্ড টাউন হলে এক মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক এমপি।

কাউন্সিলর সায়মা আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এই মতবিনিময় সভায় মেয়র ছাড়াও যোগ দেন রেডব্রিজ কাউন্সিলের লীডার জ্যাস আথওয়াল, স্থানীয় কাউন্সিলর এবং বাংলাদেশ থেকে আসা সাংবাদিকসহ ও রেডব্রিজ বারার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

নসরুল হামিদ তাঁর বক্তৃতায় বলেন, রেডব্রিজসহ বৃটেনজুড়ে বৃটিশ-বাংলাদেশি জনগোষ্ঠী নিজেদের কর্মদক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। সরকারের প্রবাসীবান্ধব নীতির কথা উল্লেখ করে তিনি বৃটেন-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের ভূমিকাকে ‘গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেন। সংসদ সদস্য নাহিম রাজ্জাক মুক্তিযুদ্ধে বৃটেনের অবদানের কথা উল্লেখ করে গত ৫০ বছরের পথচলায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে কাউন্সিল লীডার জ্যাস আথওয়াল বলেন, বাংলাদেশ বৃটেনের পরীক্ষিত বন্ধু। রেডব্রিজকে যুক্তরাজ্যের অন্যতম বৈচিত্র্যপূর্ণ বারা উল্লেখ করে তিনি বলেন, রেডব্রিজ এলাকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সাফল্যের গল্পগুলো উৎসাহব্যঞ্জক।

রেডব্রিজ মেয়র তাঁর বক্তব্যে বৃটেনের অর্থনীতি, সংস্কৃতি ও রাজনীতিতে বৃটিশ-বাংলাদেশিদের অসামান্য অবদানের কথা উল্লেখ করেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে রেডব্রিজ কাউন্সিলের পাশে থাকার ব্যাপারেও প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যবৃন্দ।

You might also like