বাংলাদেশে গনহত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিবাদ সভা

মুহাম্মদ সালেহ আহমদ
সত্যবাণী

লন্ডন: অবৈধভাবে নির্বাচিত সরকারকে উৎখাত, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা, দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যা, ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়ীঘর লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যা, গণভবন ও সংসদ ভবনে অগ্নিসংযোগ ও ভাংচুর, সর্বোপরি ৩২ নম্বরে বঙ্গবন্ধু যাদুঘর পুড়িয়ে ফেলা আর বঙ্গবন্ধুর ভাস্কর্য ধ্বংসের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও বঙ্গমাতা ফজিলেতুননেসা মুজিবের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) সন্ধ্যা ৭টায় সেন্ট্রাল লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সর্বস্তরের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বক্তারা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল ঐকবদ্ধ এবং ইউরোপের সকল মুজিবসেনাকে আর্মি শাষিত অগনতান্ত্রিক, অগঠনতান্ত্রিক, গণবিরোধী ও অসাংবিধানিক ড. ইউনুসের অন্তর্বর্তি সরকারের কঠোর বিরোধীতা এবং খুন লুট ধর্ষন ও অগ্নিসংযোগের বিরুদ্ধে সর্বক্ষণ প্রতিবাদ করার জন্য আহবান জানানো হয়।

প্রতিবাদ সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হরমুজ আলী, সহ-সভাপতি শাহ আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট এবং ২১ আগষ্ট পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রত্যেক শাখা সংগঠনকে প্রতিবাদ সভা করার জন্য অনুরোধ জানানো হয়।

You might also like