বাসসের সাবেক প্রধান সম্পাদক ডি পি বড়ুয়া আর নেই

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বর্ষীয়ান সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক,জাতীয় প্রেস ক্লাবের সদস্য ভাষাসৈনিক ডিপি বড়ুয়া (৯১) আর নেই।দেবপ্রিয় বড়ুয়া,যিনি ডিপি বড়ুয়া নামেই পরিচিত ছিলেন।বুধবার ভোর ৫টায় রাজধানীর মগবাজারের বাসায় মারা যান তিনি।তার স্ত্রী ও তিন ছেলে রয়েছে।ডিপি বড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এক শোকবার্তায় তারা বলেন, ডিপি বড়ুয়ার মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হল।

তারা পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বুধবার দুপুরেই খ্যাতিমান এ সাংবাদিকের মরদেহ প্রথমে কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধবিহার এবং পরে বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে নেয়া হয়।শ্রদ্ধা জ্ঞাপন ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আশুলিয়ায় বধি জ্ঞান ভাবনা কেন্দ্রে তার মরদেহ দাহ করা হয়।ডিপি বড়ুয়ার জন্ম ১৯৩৪ সালের ১০ এপ্রিল চট্টগ্রাম জেলার রাউজানের মহামুনি গ্রামে। ১৯৫৮ সালে দৈনিক মর্নিং নিউজ দিয়ে সাংবাদিকতা শুরু করেন তিনি।আশির দশকে ডিপি বড়ুয়া বাসসের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালনের পর ১৯৯১ সালে প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হন। তিনি ছয় বছর এ পদে ছিলেন।তিনি একজন ভাষাসংগ্রামী, সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া ১৯৫৩-৫৪ বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের নির্বাচিত জিএস, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও বিশ্ব বৌদ্ধ ফিলোসফির সাধারণ সম্পাদক এবং এশীয় বৌদ্ধ শান্তি সংস্থার আঞ্চলিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন।

তার উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে ‘বাংলাদেশ-চায়না রিলেশনশিপ ফ্রম বুদ্ধিস্ট পার্সপেকটিভ’, ‘হিজ হলিনেস সংঘরাজ শীলালংকার : এ ব্রিফ বায়োগ্রাফি’, বেনী মাধব বড়ুয়া (জীবনী), বাঙালি বৌদ্ধদের সংস্কৃতি ও ঐতিহ্য, বাঙালির দর্শনচিন্তা প্রভৃতি। তিনি এশীয় বৌদ্ধ স্বর্ণপদক (১৯৮২), আইআইএফডব্লিউপি কর্তৃক ‘অ্যাম্বাসেডর অব পিস’ অভিধা, অতীশ দীপঙ্কর স্বর্ণপদকে ভূষিত হন।

You might also like