বিশিষ্ট কমিউনিটি নেতা ও সুরমা সেন্টারের সাবেক চেয়ারম্যান আব্দুল কালামের ইন্তেকাল

মতিয়ার চৌধুরী
সত্যবাণী

লন্ডনঃ লন্ডনের ক্যামডেনের বাসিন্দা সুরমা সেন্টারের সাবেক চেয়ারম্যান ও ডি-ইউ-ডি‘র উপদেষ্টা বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল কালাম আর নেই (ইন্না..লিল্লাহি..রাজিউন)। আজ ১৫ অক্টোবর বৃহস্প্রতিবার লন্ডন সময় সকাল সাড়ে সাত ঘটিকায় তিনি ইউনিভারসিটি কলেজ লন্ডন হাসপাতালে (ইউসিএল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত লান্স ক্যানসারে ভোগছিলেন, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই, পুত্র ও চার কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দেশের বাড়ী বৃহত্তর সিলেটের নবীগঞ্জ উপজেলার ৪নং দীগলবাক ইউনিয়নের দৌলতপুর (ক্ষুদ-করিমপুর) গ্রামে।তিনি দেশে বিদেশে একাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।মরহুমের ভাতিজা দীগলবাক ইউনিয়ন ডেভল্যপমেন্ট এ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফজলুর জানিয়েছেন -কবে কোথায় তার নামাজে জানাজা অনুষ্টিত হবে তা পরে জানানো হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের ভাই আব্দুস সালাম তার রুহের মাগফেরাতের জন্যে সকলের দোয়া চেয়েছেন।

কমিউনিটি নেতা আব্দুল কালোমের মৃত্যুতে এলাকাবাসীর পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সাংবাদিক মতিয়ার চৌধুরী,কমিউনিটি ব্যক্তিত্ব মাহমুদ এ রউফ ও বাংলাদেশ হিউম্যান রাইট কমিশনের ইউরোপীয় কো-অর্ডিনেটর মোহাম্মদ সহিদুর রহমান।শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

You might also like