ব্রিটেনে লকডাউনে নির্যাতীতদের জন্য ৭৬ মিলিয়ন পাউন্ড বরাদ্ধ

 

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন:  ব্রিটেনে করোনাভাইরাসের কারনে চলমান লকডাউনের সময় বাসা-বাড়ীতে আটকে পড়ে নির্যাতনের শিকার মানুষদের সহায়তায় ৭৬ মিলিয়ন পাউন্ড দেয়ার ঘোষণা দিয়েছেন কমিউনিটিস সেক্রেটারী রবার্ট জেন্্িরক।তিনি বলেছেন, এই অর্থ ব্যয় হবে দুদর্শাগ্রস্থ শিশু, গৃহে নির্যাতনের শিকার ব্যক্তি ও আধুনিক দাসত্বের শিকার মানুষের সহায়তায়।
এছাড়া তিনি একটি টাস্কফোর্স চালু করার ঘোষণাও করেছেন, যার মাধ্যমে লকডাউনের পরে রাস্তায় যেসকল মানুষ ঘুমায় তাদের জীবন মান উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে।
তিনি আরও জানান, শুক্রবারে ১০৫,০০০ এরও বেশি করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছিল। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা এখন ২৮১৩১জন। এরমধ্যে শুক্রবার বিকাল পর্যন্ত মৃত্যুবরণ করেন আরও ৬২১জন।এসময় তিনি আরো বলেন, নির্যাতিতদের যারা সহায়তা করেন এমন ব্যক্তিবর্গের জন্যও অতিরিক্ত অর্থ বরাদ্ধ দেয়া হবে। লকডাউন শুরু হওয়ার পর থেকে ব্রিটেনে সহিংসতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন এমপিরা। এর মাত্রা স্বাভাবিক সময়ের চেয়ে ৪৯% বেশি বলে জানাগেছে।

You might also like