ভেদাভেদ ভুলে এক হলো গণঅধিকার পরিষদ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ গণঅধিকার পরিষদের দুটি অংশকে পুনরায় একীভূত করার ঘোষণা দিয়েছেন সংগঠনের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ২০১৮ সালের কোটা আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ নেতৃত্বের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এবার সেই বিভেদ ভুলে এক হলো দুই গ্রুপ।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর আল-রাজি কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।নুরুল হক নুর বলেন, বৃহত্তর স্বার্থে সকল বিভাজন ভুলে গিয়ে গণঅধিকার পরিষদকে একত্রিত করা হয়েছে।তিনি জানান, কিছু ব্যক্তি আপাতত এ প্রক্রিয়ার বাইরে থাকতে পারেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে তারাও যুক্ত হবেন বলে তিনি আশাবাদী।
সংবিধান প্রসঙ্গে নুর বলেন, ৭২-এর সংবিধান বাতিলের প্রয়োজন নেই। তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময়ে সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। তাই এটিকে বাতিল না করে প্রয়োজনীয় সংশোধন করা যেতে পারে, তবে তা অবশ্যই সবার সঙ্গে আলোচনা করে হওয়া উচিত।৭১-এর মুক্তিযুদ্ধ প্রসঙ্গে নুর বলেন, জাতি মাত্র একবারই স্বাধীন হয়। ৭১-এর সাথে ২৪-এর তুলনা চলে না। তিনি আরও বলেন, কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে।প্রসঙ্গত, নুরুল হক ও তার সমমনা ব্যক্তিরা ২০২১ সালের অক্টোবরে গণঅধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। দলটির আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছিলেন রেজা কিবরিয়া। তবে ২০২৩ সালে তিনজন নেতাকে অব্যাহতির ঘটনায় দলের নেতৃত্ব নিয়ে রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের মধ্যে মতবিরোধ দেখ দেয়।পরে পাল্টাপাল্টি অব্যাহতির ঘটনায় কার্যত ভেঙে যায় গণঅধিকার পরিষদ।