মেজর জেনারেল কে এম শফি উল্লাহর মৃত্যুতে যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধাদের শোক
সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী
লন্ডন: সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে এম শফি উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যে বসবাসরত একাত্তরের রনাঙ্গনের মুক্তিযোদ্ধারা।
যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধাদের পক্ষে মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান এবং লোকমান হোসেন এক শোকবার্তায় বলেন, ‘মুক্তিযুদ্ধের ঊষালগ্নে কে এম শফি উল্লাহ পাকিস্তান সামরিক বাহিনীর কর্মরত অফিসার থাকা অবস্থাতেই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। নয় মাসের মরনপণ যুদ্ধে মুজিবনগর সরকারের অধীনে তিনি যুদ্ধ করেন এবং তিন নাম্বার সেক্টরের নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ১৯৭২ সালে সরকার তাঁকে বীর উত্তম খেতাবে সম্মানিত করে। দেশ মুক্ত হবার পর তিনি স্বাধীন দেশের প্রথম সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কূটনীতিক এবং সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।’
তারা সদ্য প্রয়াত সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে এম শফি উল্লাহকে স্মরণ করে বলেন, ‘আমরা বৃটেনে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা কে এম শফি উল্লাহর আত্মার চির শান্তি কামনা করছি। পরম করুণাময়ের কাছে দোয়া করি তিনি যেন মরহুমকে বেহেস্ত নসীব করেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি।’