মে মাসের হলিডে চাইল্ড কেয়ার – এর বুকিং শুরু

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্‌সঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে,যদি আপনি কী ওয়ার্কার, অর্থাৎ অত্যাবশকীয় কাজে নিয়োজিত কর্মী হোন অথবা আপনার দুর্বল শিশু থাকে এবং মে মাসের শেষ দিকের স্কুল হলিডের সময়ে চাইল্ডকেয়ারের দরকার হয়, তাহলে আপনি কাউন্সিলের হলিডে চাইল্ডকেয়ার স্কীমটির সুবিধা নিতে পারেন।এটি অফস্ট্যাড নিবন্ধিত এবং বেথনাল গ্রীণ এবং শেডওয়েলে অবস্থিত সেন্টারে ৩ থেকে ১৩ বছর বয়সীদের জন্য বিনোদনপূর্ণ নানা এক্টিভিটিজ পরিচালনা করা হয়।আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে বুকিং নেয়া হচ্ছে। আসন বুক করার শেষ সময় ১৯ মে বেলা ১টা, নির্ধারিত আসন ফুরিয়ে যাওয়ার আগেই আপনার শিশুর জন্য আসন বুক করার জন্য সংশ্লিষ্ট অভিভাবকও পিতামাতাদের প্রতি আহ্বান জানানো হয়ছে।

You might also like