রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের মাসিক সাহিত্য সভা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী

লন্ডন: গত ২৭ শে ফেব্রুয়ারী সোমবার রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও রেনেসাঁর মাসিক সাহিত্য সভা পূর্ব লণ্ডনের ভ্যলেন্স রোডস্থ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ।সংগঠনের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কুরআন থেকে তেলাওত করেন মাওলানা নুরুল হক ।আলোচনায় অংশ নেন -অধ্যাপক মোঃ ইয়াওর উদ্দিন ,মাওলানা নুরুল হক ,মাওলানা আব্দুল মালিক ,খান জামাল নুরুল ইসলাম ,বদরুজ্জামান বাবুল ,হাজী ফারুক মিয়া .আলহাজ্ব নুর বকশ ,জামান সিদ্দিীকী ,গোলাম কাদের চৌধুরী শামীম ,আব্দুল আউয়াল , সাদেকুল আমিন প্রমুখ ।
কবিতা আবৃত্তি ও নাশিদ পরিবেশন করেন -সাংবাদিক রেজাউল করিম মৃধা ,আবৃত্তিকার ও সাংবাদিক নাজমুল হোসেন ,কবি শাহ এনায়েত করিম ,শিহাবুজ্জামান কামাল ও কে এম আবুতাহের চৌধুরী ।
সভায় আলোচকবৃন্দ -ভাষা আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও আত্মার মাগফিরাত কামনা করেন ।বক্তারা -ভাষা আন্দোলনে তমদ্দুন মজলিসের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে প্রকৃত ইতিহাস রচনার আহ্বান জানান ।বৃটেনের প্রতিটি বাঙালীর ঘরে ঘরে বাংলা ভাষায় কথা বার্তা বলা ও বাংলা স্কুল প্রতিষ্ঠার গুরুত্ব আরোপ করে টাওয়ার হ্যামলেটসের মেয়র কর্তৃক আবারো কমিউনিটি ল্যাঙ্গুয়েজ চালুর ঘোষণাকে অভিনন্দন জানানো হয় ।
সভায় রেনেসাঁ বাংলা স্কুল প্রতিষ্ঠা করায় সংগঠণকে ধন্যবাদ জানানো হয় ও উপস্থিত সদস্যরা আর্থিক অনুদান প্রদান করেন ।
সভায় বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া করা হয় ।এছাড়া বার্মিংহামের সাংবাদিক ও কলামিষ্ট শেবুল চৌধুরী ও লণ্ডনের কমিউনিটি নেতা ইফতেখার হোসেইন চৌধুরীর সুস্থতার জন্য দোয়া করা হয় ।
দোয়া পরিচালনা করেন বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক।

You might also like