লকডাউনের সময়ে ঘরের মধ্যে সক্রিয় ও সুস্থ্য থাকুন

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্‌সঃ ঘরে থাকাকালীন সময়কে নিরাপদ ও স্বাস্থ্যকর করতে সক্রিয়,সৃজনশীল ও সংযুক্ত থাকার দুর্দান্ত সব উপায়গুলিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তার ওয়েবাসাইটে একত্রিত করেছে।কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,সকল ও বয়স ও সক্ষমতাসম্পন্ন মানুষের উপযোগী অনলাইনে ব্যায়াম করার মাধ্যমে সুস্থ ও সবল থাকার পাশাপাশি আপনি নতুন নতুন দক্ষতা শেখার অথবা বন্ধু বান্ধব,পরিবার পরিজনদের সাথে সংযুক্ত থাকার সুযোগ নিতে পারেন।মিউজিয়াম ও থিয়েটারগুলোর বিশেষ শো উপভোগ করার বিস্তর সুযোগ রয়েছে অনলাইনে। এমন কি আপনি ভার্চুয়্যালি ঘুরে আসতে পারেন চিড়িয়াখানা অথবা শিখতে পারেন নতুন কোন ভাষা, রান্নার নতুন কোন আইটেম কিংবা অর্জন করতে পারেন নতুন দক্ষতা।www.towerhamlets.gov.uk – এই ওয়েবসাইটে গিয়ে Coronavirus stay at home resources সার্চ করে আপনি কাংখিত পেজে যেতে পারেন এবং সব তথ্য ও রিসোর্সেস পেয়ে যাবেন।

 

You might also like