শুভ জন্মদিন মুশফিকুর রহিম
নিউজ ডেস্ক
সত্যবাণী
স্পোর্টস ডেস্কঃ মি. ডিপেন্ডেবল’ মুশফিকুর রহীমের ৩৩তম জন্মদিন আজ। ১৯৮৭ সালের ৯ মে বগুড়ার মাটিডালিতে জন্মগ্রহণ করেন তিনি। তবে তার সার্টিফিকেটগত জন্মদিন ৯ জুন। যে কারণে প্রতিবছর মুশফিকের জন্মদিন নিয়ে একটা দোটানার সৃষ্টি হয় সবার মাঝে। তবে মুশফিক নিজেই নিশ্চিত করেছেন, তার জন্মদিন আজকের তারিখ অর্থাৎ ৯ মে।
সাজানো গোছানো টেকনিক, পরিপাটি ব্যাটিং শৈলি আর নিশ্ছিদ্র ডিফেন্স- ক্রিকেট ব্যাকরণের সব শট খেলার সহজাত সামর্থ্যের অধিকারী মুশফিক সময়ের প্রবাহতায় আজ দেশের অন্যতম সেরা, সফল ও স্বার্থক উইলোবাজ।আন্তর্জাতিক অঙ্গনে মুশফিকের পথচলার শুরুটা ছিল স্বপ্নের মতো। বাংলাদেশ দলের ২০০৫ সালের সফরে তার অভিষেকের সম্ভাবনা ছিল না বললেই চলে। তবে একটি প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে সে দরজা খুলে নেন মুশফিক। ফলে তার ব্যাপারে পুনরায় ভাবতে বসে টিম ম্যানেজম্যান্ট।অবশেষে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডেই অভিষেক করানো হয় ১৮ বছর বয়সী মুশফিককে। নিজের অভিষেক ম্যাচে খুব বেশি কিছু করতে পারেননি। প্রথম ইনিংসে ৫৬ বল মোকাবিলায় করেন ১৯ ও দ্বিতীয় ইনিংসে আউট হন ৩ রান করে।
তবে সেদিন যে বাংলাদেশ ক্রিকেট শুরু হয়েছিল একটি ‘মুশফিক অধ্যায়’ এর, তা চলছে এখনও। কঠোর অধ্যবসায় ও তার চেয়ে বেশি পরিশ্রম দিয়ে নিজেকে পরিণত করেছেন বিশ্বমানের ব্যাটসম্যানে, হয়েছেন বাংলাদেশ দলের নির্ভরতার প্রতীক। ফলে তাকে ডাকা হয় ‘মি. ডিপেন্ডেবল’ নামেও।আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ডটি তার দখলে। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ঠিক ২০০ রান। এরপর করেছেন আরও দুইটি। অথচ বাংলাদেশের একটির বেশি ডাবল সেঞ্চুরি নেই অন্য কারও। টেস্টে দেশের সর্বোচ্চ ২১৯ রানের রেকর্ডটাও মুশফিকেরই দখলে।সাদা পোশাকের এই ফরম্যাটে এখনও পর্যন্ত ৭০ ম্যাচ খেলে ৩৬.৭৭ গড়ে করেছেন ৪৪১৩ রান। তিন ডাবল সেঞ্চুরি ছাড়াও শতরান করে ব্যাট উঁচিয়েছেন আরও ৪ বার। এছাড়া তার ব্যাট থেকে পঞ্চাশোর্ধ্ব ইনিংস এসেছে মোট ২১টি।
ওয়ানডে ফরম্যাটে খেলে ফেলেছেন ২১৮টি ম্যাচ। একদিনের ক্রিকেটেও এখনও পর্যন্ত হাঁকিয়েছেন টেস্টের সমান ৭টি সেঞ্চুরি। তবে আরও দুইবার তিনি আউট হয়েছেন ৯৮ ও ৯৯ রানে। সবমিলিয়ে ৩৬.৩১ গড়ে করেছেন ৬১৭৪ রান, ফিফটি মোট ৩৮টি।কুড়ি ওভারের ফরম্যাটে সে তুলনায় খানিক নিষ্প্রভই বলা যায় মুশফিকের ব্যাটকে। এখনও পর্যন্ত ৮৬ ম্যাচে ২০.০৩ গড়ে করেছেন ১২৮২ রান, নামের পাশে রয়েছে মাত্র ৫টি ফিফটি। সর্বোচ্চ রানের ইনিংসটি শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে করা ৭২ রানের ম্যাচজয়ী ইনিংস।এদিকে আজ নিজের জন্মদিনে ক্যারিয়ারের এক স্বর্ণখচিত স্মারক নিলামে দিচ্ছেন মুশফিক। বলার অপেক্ষা রাখে না, করোনা আক্রান্ত ও করোনায় নানা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্যই এই প্রয়াস। নিলামে পাওয়া সমুদয় অর্থ করোনায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত কর্মহীনদের মাঝে বিতরণ করা হবে।