ষড়যন্ত্র করে লাভ হবে না, ঐক্য অনেক সুদৃঢ় : সেনাপ্রধান
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সেনাবাহিনীর ঐক্য ভাঙতে দেশ ও বিদেশে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জানিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে সেনাবাহিনীর ঐক্য অনেক বেশি সুদৃঢ়। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।রোববার (২০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীতে নবগঠিত মিলিটারি ডেন্টাল কোরের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাপ্রধান এ কথা বলেন।জেনারেল আজিজ আহমেদ বলেন, দেশ ও বিদেশের মাটিতে সেনাবাহিনী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছে। সেনাবাহিনীর সুনাম ধ্বংস করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি।
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘কুচক্রী মহলের বোঝা উচিত বাংলাদেশ সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি পরিপক্ব, প্রশিক্ষিত এবং পেশাদার সেনাবাহিনী। যাদের এত প্রপাগাণ্ডা ও রিউমার ছড়িয়েও বিন্দুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব হয়নি। আমি সবাইকে সব ধরনের প্রপাগাণ্ডা, রিউমার ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ প্রদান করছি।২০১৭ সালে সরকার ঘোষিত ফোর্সেস গোল ২০৩০-এর অংশ হিসেবে ২৩টি মিলিটারি ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বতন্ত্র ডেন্টাল কোরের যাত্রা শুরু হয়। ঢাকা সেনানিবাসে এর পতাকা উত্তোলন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাবাহিনীর প্রধান অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে আর্মি ডেন্টাল কোরের একটি চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন এবং প্রধান অতিথিকে সালাম প্রদান করে। পরে সেনাপ্রধান আনুষ্ঠানিকভাবে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকার পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে তিনি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার একক নেতৃত্বে সূচিত হয়েছিল আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম। একইসঙ্গে তিনি স্মরণ করেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব বীর মুক্তিযোদ্ধাকে। তিনি দেশ মাতৃকার যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে মিলিটারি ডেন্টাল সেন্টারকে প্রস্তুত থাকার পাশাপাশি পেশাদারত্বের সর্বোচ্চ মান অর্জনের মাধ্যমে উন্নতমানের দন্তসেবা প্রদানের নির্দেশনা দেন। পরিশেষে তিনি পতাকা উত্তোলন উপলক্ষে একটি সুশৃঙ্খল, মনোজ্ঞ ও বর্ণিল কুচকাওয়াজ প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
আইএসপিআর জানিয়েছে, মহান স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক ইচ্ছেয় এবং প্রত্যক্ষ দিক নির্দেশনায় ১৯৭২ সালে সদ্য স্বাধীন বাংলাদেশে চারজন ডেন্টাল সার্জনের সমন্বয়ে আর্মি ডেন্টাল কোরের যাত্রা শুরু হয়। পরে দক্ষ জনবলের অভাব এবং প্রশাসনিক কারণে মিলিটারি ডেন্টাল সেন্টারগুলোকে সিএমএইচের ডেন্টাল উইং হিসেবে একীভূত করা হয়। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণীত ফোর্সেস গোল ২০৩০-এর অংশ হিসেবে ২৩টি মিলিটারি ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বতন্ত্রভাবে আর্মি ডেন্টাল কোরের নবযাত্রা শুরু হয়।পরে সেনাবাহিনী প্রধানের প্রত্যক্ষ দিক নির্দেশনায় আর্মি ডেন্টাল কোরের পতাকা অনুমোদিত হয়। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো মিলিটারি ডেন্টাল সেন্টার, ঢাকার পতাকা উত্তোলন অনুষ্ঠান।সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা ও বিভিন্ন পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।