আহলে সুন্নাতের বুজুর্গদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ওলামা ফেডারেশন, যুক্তরাজ্য
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: কতিপয় উগ্রবাদীর সন্ত্রাসীর হুমকি, মিথ্যা প্রচারণা ও অবমাননার প্রতিকার চেয়ে মোহাম্মদ এমদাদুল হক ও মোহাম্মদ নঈম উদ্দীন বাদী হয়ে চট্টগ্রাম ডবল মুরিং থানায় যে অভিযোগ দায়ের করেছেন তার স্বপক্ষে সম্মতি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত ওলামা ফেডারেশন যুক্তরাজ্য শাখা। সংগঠনের পক্ষ পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে গত কয়েকমাস ধরে ধর্মের নামে কিছু অধর্মীয় উগ্রবাদীরা বিভিন্ন সামাজিক মাধ্যমে বিশ্ব বরেণ্য পীর ইসলামিক গবেষনায় একমাত্র একুশে পদক(২০২০) প্রাপ্ত তফসীরুল মাশাহেদুল ঈমানের প্রণেতা ও পবিত্র বোখারী শরীফের ব্যখ্যাগ্রন্থ তাফহিমুল বোখারী শরীফের প্রনেতা, ওস্তাজুল ওলামা, শায়খুল হাদিস, ইমামে আহলে সুন্নাত , পীরে হাক্কানি, ওলীয়ে রাব্বানী হাফেজ আল্লামা কারী হযরত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ দামাদবারাকাতুল আলি এবং তাঁর বড় সাহেবজাদা সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার বিরুদ্ধে বিদ্বেষ বশতঃ প্রকাশ্যে হামলার হুমকি দিয়ে যাচ্ছে এবং নানাবিধ ভিত্তিহীন মিথ্যা অপবাদ ছড়িয়ে সমাজে অশান্ত পরিবেশ তৈরি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও দোষীদের যথোপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে বলা হয়, ‘হজরত নিজামী শাহ ও হজরত ইমাম হায়াত আলাইহি রাহমা আহলে সুন্নাতের দিশারী হিসেবে যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে ইসলামের আধ্যাত্মিক ও মানবিক দিক তুলে ধরে আসছেন। তাঁরা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জংগিবাদের বিরুদ্ধে সরকারের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচী পালন করে আসছেন যা তাঁদের বক্তব্যেই সুস্পষ্ট ভাবে প্রমানিত। অথচ উল্লেখিত বিবাদীগন নিজেদের প্রকাশিত ভিডিও বক্তব্যের মাধ্যমে হিংসা বিদ্বেষে লিপ্ত হয়ে পীর সাহেব কেবলা দ্বয়ের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদীত মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্র করছে এবং একজন রাষ্ট্রীয় একুশে পদক প্রাপ্ত সম্মানীত সুন্নী পীরকে মিথ্যা অপবাদ দেয়ার মাধ্যমে উনার মানহানী করার সাথে সাথে ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি, মিথ্যা অপপ্রচার, ধর্মীয় উস্কানী, সাম্প্রদায়ীক দাঙ্গা, সামাজিক গোলযোগের মাধ্যমে রাষ্ট্রীয় সংহতী বিনষ্টের চেষ্টা করছে। এতে করে তাঁদের অনুসারি আহলে সুন্নাতের শান্তিপ্রিয় লক্ষ লক্ষ সদস্য, মুরিদ ও ভক্তবৃন্দের মধ্যে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আশংকা করছি উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী সমাজকে সংঘাতের দিকে ধাবিত করার মাধ্যমে জঙ্গিবাদী হীন ষড়যন্ত্রে লিপ্ত আছে। কেননা, তাদেরকে ফেইসবুকে লাইভে এসে মিথ্যাচার করার পাশাপাশি সরাসরি হামলা হত্যার হুমকি দেওয়ার প্রমাণ পাওয়া গেছে, ফেইসবুকে এবং আরো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে খুবই হিংসাত্মক ও হিংস্রভাবে সন্ত্রাসবাদী আচরণ বহিঃপ্রকাশের অসংখ্য প্রমাণও পাওয়া গেছে। তাদের এইসব করেমকান্ডের সাথে জঙ্গিবাদি সন্ত্রাসী মহলের কাজের মিল পাওয়া যায়। আমরা মনে করি, আমাদের রাষ্ট্রব্যবস্থা যাবতীয় প্রোপাগান্ডা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেভাবে শক্তিশালী বিচার ব্যবস্থা নিশ্চিত করে আসছে সেভাবে এই সন্ত্রাসবাদী মহলকেও তাদের উপযুক্ত শাস্তিই প্রদান করবে, যাতে করে ভবিষ্যতে আর কেহ এহেন হিংসার বশবর্তী হয়ে এবং পবিত্র দ্বীন ইসলামকে নিজেদের একক বাপদাদার বা বিভিন্ন প্রতিষ্ঠানের মিরাস বানিয়ে সমাজ,রাষ্ট্র ও দেশের শৃঙ্খলা লংঘন ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে।’
আহলে সুন্নাত ওয়াল জামায়াত ওলামা ফেডারেশন, যুক্তরাজ্য শাখার পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন আল্লামা আহমেদ চৌধুরী, আল্লামা আজিজ মুনিম, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, জাহাঙ্গীর হোসাইন ও আল্লামা সালাউদ্দিন ফিরোজ।