সদ্যপ্রয়াত অধ্যাপক মো. সালেহ আহমদের স্মরণে লন্ডনে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত
মির্জা আবুল কাসেম
সত্যবাণী
লন্ডন: বরণ্য শিক্ষাবিদ সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ, সদ্যপ্রয়াত অধ্যাপক মো. সালেহ আহমদের মৃত্যুতে এক স্মরণসভা ও দোয়া মাহফিল পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জানুয়ারি ) পূর্বলন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত সৈয়দপুরবাসীর ব্যানারে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন মাষ্টার সৈয়দ ফররুক আহমেদ ।
সৈয়দ সজিব আহমেদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভাটি যৌথভাবে পরিচালনা করেন- সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক প্রভাষক সৈয়দ জিয়া শহীদ ও অধ্যাপক মো সাজিদুর রহমান। .
সদ্যপ্রয়াত অধ্যাপক মো. সালেহ আহমদের স্মরণসভায় স্মৃতিচারণমূলক বক্তব্যে অংশ নেন— লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, গবেষক ফরিদ আহমেদ রেজা, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আনাস পাশা, আহমেদ ময়েজ, কবি মাশূক ইবনে আনিস,
অধ্যাপক সৈয়দ মোয়াজ্জম হোসেন রওনক, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, অধ্যাপক শেখ সোজা উল্লাহ তালহা, সলিসিটর সৈয়দ শাহিন, সোহেল আহমেদ, শেখ রেজওয়ান, সৈয়দ জামিল, সৈয়দ সুমন, মো রয়েছ মিয়া, সৈয়দ মামুন, মাওলানা সৈয়দ তামিম আহমেদ, সৈয়দ নাসের সহ আরো অনেকে।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন—-মাওলানা সৈয়দ আসরাফ আলী ।
উল্লেখ্য সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামে ১৯৬৩ সালে জন্ম নেয়া প্রফেসর মো. সালেহ আহমেদ চতুর্দশ বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। পরে ময়মনসিংহ গফরগাঁও সরকারি কলেজে মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে ১৯৯৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।
১৯৯৪-২০০১ সালে এমসি কলেজে, সেখান থেকে ২০০১ সালে রাজশাহী সিটি সরকারি কলেজে এবং পরবর্তীতে আবারো পদোন্নতি পেয়ে এমসি কলেজে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হয়ে যোগদান করেন।
প্রফেসর মো. সালেহ আহমদ সিলেটের শতবর্ষী ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও পরবর্তীতে কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্বপালন করে ২০২২ সালের ২৪শে আগস্ট অবসরোত্তর ছুটিতে গমন করেন।
আরা জীবনের শেষ অবসর তথা না ফেরার দেশে চলে যান শনিবার ১৬ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যায় দিকে। সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।