সাভারে কারখানা বন্ধের ঘোষণায় সড়ক অবরোধ করে বিক্ষোভ
নিউজ ডেস্ক
সত্যবাণী
সাভারঃ ৩ দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে জিন্স কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।বিক্ষোভের এক পর্যায় তারা পার্শ্ববর্তী হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করে রাখে।মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করে সড়ক থেকে সড়িয়ে নেয়। তবে দাবি না মানা পর্যন্ত এখনও কারখানার সামনে বিক্ষোভ ও অবস্থান নিয়ে আছে শ্রমিকরা।বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তারা বোনাস ও ঈদে ১০ দিনের ছুটির দাবি জানিয়ে আসছিল। মালিকপক্ষ তা না মেনে উল্টো রাতে ৬ শ্রমিককে পুলিশে দেন। এ ঘটনার পর সকালে কারখানায় এসে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।এক ঘন্টা অবরোধের পর পুলিশ ও সেনাবাহিনীর সমাধানের আশ্বাসে সড়ক অবরোধ ছেড়ে দিয়ে কারখানার সামনে অবস্থান নেন।পুলিশ জানায়, মালিক পক্ষের সাথে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।