হোয়াইট হাউসে কে, ট্রাম্প না বাইডেন? হাড্ডাহাড্ডি লড়াইয়ে মার্কিন মুলুকের তাপমাত্রা তুঙ্গে

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

মার্কিন যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল হাতে আসতে শুরু করেছে।এর মধ্যেই জানা গেছে যে,ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। ইলেকটোরাল কলেজ ভোটের পাশাপাশি জনগণের মোট ভোটেও ট্রাম্পকে টপকে গেছেন বাইডেন।২২৪টি ইলেকটোরাল ভোট পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। অপরদিকে ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল ভোট। দু’জনের মধ্যে ভোটে ব্যবধান মাত্র ১১। অর্থাৎ ইলেকটোরাল ভোটে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

এখন পর্যন্ত বাইডেন ভোট পেয়েছেন ৪৯ দশমিক ৮৬ শতাংশ। আর প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৫৩ শতাংশ ভোট। বাইডেনকে ভোট দিয়েছেন ৬ কোটি ৫০ লাখ ৪১ হাজার ২৭৩ জন ভোটার। অপরদিকে ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৯৭৭টি ভোট।অঙ্গরাজ্যের প্রাপ্ত ফলাফলের পূর্বাভাস থেকে দুই প্রেসিডেন্ট প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। প্রাথমিক ফলাফল বলছে গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড ফ্লোরিডাতেও তাদের মধ্যে তুমুল লড়াই হয়েছে।এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো রিপাবলিকান প্রার্থী হিসেবে লড়াই করছেন ট্রাম্প। অপরদিকে তার তীব্র প্রতিদ্বন্দ্বী হিসেবে এখন পর্যন্ত শক্ত অবস্থান ধরে রেখেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

এখন পর্যন্ত পাওয়া ফলাফল থেকে জানা যাচ্ছে যে, ক্যালিফোর্নিয়া, ওরেগন, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া, কলোরাডো, ডেলাওয়ারে, ভারমন্ট, ম্যারিল্যান্ড, ম্যাচাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, রোডে আইল্যান্ডে, কানেক্টিকাট, ইলিনয়েস, মেরিল্যান্ড, মিনেসোটা, হাওয়াই, ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে আছেন বাইডেন।

আলাবামা, সাউথ ক্যারোলিনা, ইন্ডিয়ানা, কেন্টাকি, টেনেসি, ওকলাহোমা, নর্থ ডেকোটা, সাউথ ডাকোটা, আরকানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, ইদাহো, মিসৌরি, কেনসাস, লুইজিয়ানা, উতাহ এবং নেব্রাস্কাতে, লোয়া, মোনটানা, ওহাইও, বাইডেনকে পেছনে ফেলে এগিয়ে আছেন ট্রাম্প।এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম বাঁচামরার লড়াই ক্ষেত্র হিসেবে পরিচিত ফ্লোরিডায় জয় পেয়েছেন ট্রাম্প। এর পাশাপাশি টেক্সাসও জয় করেছেন মার্কিন এই প্রেসিডেন্ট।ব্যাটলগ্রাউন্ড রাজ্য ফ্লোরিডায় ২৯ এবং টেক্সাসে ৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। দুই রাজ্যের মোট ৬৭ ইলেকটোরাল কলেজ প্রতিনিধি রয়েছে। অপরদিকে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন শুরু থেকেই ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে থাকলেও সময় গড়ার সঙ্গে সঙ্গে তা থমকে যেতে শুরু করেছে।যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল মোট ভোটের সংখ্যা ৫৩৮। মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

You might also like