২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি
সত্যবাণী
পাঁচটির প্রতিটিতে ছয়জন করে এবং আরেকটিতে তিনজনকে ওএসডি করা হয়।
এই ৩৩ কর্মকর্তা ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
তাদের ওএসডি করার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রতি প্রজ্ঞাপনেই বলা হয়েছে।
২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ১২ কর্মকর্তা এর আগে ওএসডি হয়েছিলেন।
বাংলাদেশে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।
তবে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন ও বিতর্ক রয়েছে।