দোয়ারাবাজারে ইউপি সদস্যসহ পরিবারের ৯ জনের নামে ওএমএসের কার্ড
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ওএমএস এর কার্ড পেয়েছেন ইউপি সদস্য সহ তার পরিবারের ৯ জন।১০ টাকা কেজি দরে সরকারিভাবে ওএমএসের কার্ড পাওয়ার কথা দুস্থ ও গরীব হতদরিদ্র মানুষদের।জানা যায়, দোয়ারাবাজার সদর ইউনিয়নের ৯ নং ওর্য়াডের সদস্য তাজির উদ্দিনসহ পরিবারের ৯ সদস্যর নাম ওএমএসের তালিকায় আছে চার বছর ধরে।বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।ওই ইউপি সদস্যেসহ তার পরিবারে ৯জনের নাম ওএমএস তালিকায় দেখে সামালোচনাও করেছেন।এ বিষয়ে ইউপি সদস্য তাজির উদ্দিন মুঠোফোনে জানান,
তালিকা করার সময় আমি ছিলাম না।এই সময় নির্বাচন ছিল।এই তালিকায় আমার কোন হাত নেই! আমার পরিবার বিরাট বড় পরিবার অনেকেই গরীব আছে। তিনি আরো বলেন আমার পরিবার ১০ টাকা কেজির চাল কেউ নেয় না।তবে নাম আছে।দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুর বারী বলেন, আমার কাছে উপজেলা ফুড অফিসার দায়িত্ব দিয়েছিলেন। ধনী ও মৃত ব্যক্তিদেরকে নাম কর্তন করার জন্য। কিন্তু দায়িত্ব আসার পূর্বে কোন এক অদৃশ্য কারণে আমার কাছ থেকে দায়িত্ব চলে যায়। তাই ধনী ও মৃত ব্যক্তিদের নাম কর্তন করতে পারিনি। দোয়ারাবাজার উপজেলা ফুড অফিসার মোঃ সেলিম হায়দার বলেন, আমি দোয়ারাবাজার এসেছি বেশি দিন হয়নি।তাজির উদ্দিনের পরিবারের ৯ জনের নামের বিষটি আমি গতকাল শুনেছি। আমরা আগামী মাসে মিটিং করে তাদের নাম গুলো কর্তন করবো।