হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নবগঠিত কমিটি ও সভা

মতিয়ার চৌধুরী
সত্যবাণী

লন্ডনঃ গেল ৪ ডিসেম্বর ২০২৪ইং বুধবার বিকাল ৬.০০ টায় হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট কর্যকরি কমিটি উপস্থাপনের লক্ষ্য ও সংগঠনের করনীয় বিষয়ে আলোচনার উদ্দেশ্যে এক সভা ১৩৫ কর্মাশিয়াল ষ্ট্রীটস্হ জিএসসি ইউকের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সমাজকর্মী নবগঠিত কমিটির পূনরায় নির্বাচিত সভাপতি এম, এ, আজিজ। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ। সভার আলোচ্য সূচি ছিল

১। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্য গণের পরিচিতি ২। সদস্য সংগ্রহ ও মেম্বাশীপ ফিস আদায়।
৩। সংগঠনের তিনজন প্রয়াত নেতার বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে শোক প্রকাশ।
৪। সংগঠনের তহবিল গঠন।
৫। কার্যকরী কমিটির নিয়মিত সভার আয়োজন করা। ৬। বিবিধ । পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়। অতঃপর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহমুদুল হক। তিনি নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংগঠনের সভাপতি সভায় অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দ ও সদস্যদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। এবং সংগঠনকে নেতৃত্ব দেয়ার জন্য তাকে পূনঃরায় দায়িত্ব দেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি নিজেদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব গড়ে তুলে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করে প্রবাসে ও স্বদেশে আর্তমানবতার সেবা, উন্নয়ন এবং বিনোদন মূলক কার্যক্রম পরিচালনা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সর্বজনাবঃ-্ব্যারিষ্টার মাহমুদুল হক, জুবায়ের আহমেদ, চৌধূরী নিয়াজ মাহমুদ লিংকন, মোঃ আব্দুল মোতাকাব্বির হারুন, জাহাঙ্গীর রানা, শাহ ফয়েজ আহমেদ, শেখ আইয়ূব আলী সোহেল, লিয়াকত চৌধুরী, গিয়াস উদ্দিন, অলিউর রহমান শাহীন, জালাল আহমেদ, দেওয়ান এ, রব মোর্শেদ, খায়ের জামান জাহাঙ্গীর, অদিত্য সাদী, এ রহমান অলি, জালাল উদ্দিন, মোঃ গাজীউর রহমান গাজী, মহিউদ্দিন আহমেদ, ইমরুল হোসেন, কামাল চৌধুরী, সৈয়দ মারুফ আহমেদ, সুমন আজাদ, মোঃ শাহীদুর রহমান ও শামসুদ্দিন আহমেদ প্রমূখ নেতৃবৃন্দ । সভায় বিস্তারিত আলাপ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নিম্নে লিখিত সিদ্ধান্তবলী গ্রহণ করা হয়।

১। নবগঠিত কমিটির প্রত্যেক সদস্যগণকে কুড়ি পাউন্ড ফিস পরিশোধ করে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অপর এক প্রস্তাবে যে সকল সদস্য এখনো ফিস পরিশোধ করেননি তাদেরকে আগামী কমিটি মিটিং এর আগে মেম্বারশীপ ফিস পরিশোধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে প্রত্যেক সদস্যগনকে নতুন সদস্য সংগ্রহ করার প্রস্তাব গ্রহন করা হয়।
২। সংগঠনের তহবিল গঠনের লক্ষ্যে কার্য্যকরি কমিটি কর্তৃক নির্ধারিত সিদ্ধান্ত মোতাবেক সকল নেতৃবৃন্দ ও সদস্যগণকে এককালীন অনুদান প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
৩। যথা শীঘ্র সম্ভব সংগঠনের একটি ব্যাংক একাউন্ট খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৪। সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দ যথাক্রমে সাবেক সিনিয়র সহ- সভাপতি জনাব ওমর ফারুক আনসারি, সহ- সভাপতি জনাব গুলজার হোসেন বাবুল ও সদস্য কবি দেওয়ান হাবিবের বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
৫। প্রতি বছরে তিন মাস অন্তর অন্তর কার্য্যকরি কমিটির মিটিং যথাক্রমেঃ- প্রথম সভাটি ইফতার মাহফিল সহ মার্চ মাসের ১৬ তারিখ রবিবারে অনুষ্ঠানের প্রস্তাব গৃহীত হয় । দ্বিতীয় কমিটি সভাটি জুন মাসের ১৫ তারিখ রবিবার, তৃতীয় কমিটি সভাটি সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ রবিবার এবং চতুর্থ সভাটি ডিসেম্বর মাসের ২১ তারিখ রবিবারে একসাথে সাধারণ সভা ও বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় । অপর এক প্রস্তাবে ১১ থেকে ১৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়, অতঃপর সভার সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষণা করেন। ৭১সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি, সভাপতি এম এ আজিজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গাজী, ভাইস প্রেসিডেন্ট বৃন্দ যথাক্রমে আব্দুল মুমিন চৌধুরী (বুলবুল), জনাব এম এ আউয়াল, ব্যারিস্টার এনামুল হক, মীর গোলাম মোস্তফা, নাসির মিয়া, সিরাজুল ইসলাম, ফজিলত আলী খান, জালাল উদ্দিন সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক বৃন্দ যথাক্রমে জালাল আহমেদ, মারুফ চৌধুরী, অলিউর রহমান শাহীন, খায়রুজ্জামান জাহাঙ্গীর, কামাল চৌধুরী, কোষাধ্যক্ষ দেওয়ান সৈয়দ রব মোর্শেদ, সহকারী কোষাধ্যক্ষ আইয়ুব শেখ সোহেল, সাংগঠনিক সম্পাদক এ রহমান অলি, সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ যথাক্রমে কাজী তাজ উদ্দিন (আকমল) নিয়ামুল হক (ম্যাক্সিম), শাহ ফয়েজ, প্রচার সম্পাদক আব্দুল আহাদ (সুমন), সহ প্রচার সম্পাদক সৈয়দ মারুফ আহমেদ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হেলাল, আন্তর্জাতিক সম্পাদক ইমরুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদকঃ আদিত্য খান সাদী, ত্রাণ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, সমাজ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, পরিবেশ সম্পাদক মোহাম্মদ হারুন, মানবাধিকার সম্পাদক সালেহ আহমেদ, ক্রীড়া সম্পাদক ইকরামুল বর চৌধুরী উজ্জ্বল, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল মজিদ খোকন, যুব বিষয়ক সম্পাদক আলী নেয়াজ (মিন্টু), ধর্ম সম্পাদক শামীম চৌধুরী, স্বাস্থ্য সম্পাদকঃ ডাঃ সুজন আলম, আইটি সেক্রেটারি সজিব খান, মহিলা সম্পাদিকা রৌশন আরা বেগম (মনি), মেম্বারশীপ সম্পাদক লিয়াকত চৌধুরী। কার্যনির্বাহী সদস্য সর্বজনাব মহি উদ্দিন আহমেদ, ইকবাল ফজলু, মুমিন আলী, ড. হাসনীন চৌধুরী, আব্দুস সালাম, তাহির আলী, জুবায়ের আহমেদ, শহীদুল আলম চৌধুরী (বাচ্চু), চৌধুরী ফয়জুর রহমান (মোস্তাক), গীতিকবি জাহাঙ্গীর রানা, চৌধুরী নিয়াজ মাহমুদ (লিংকন), আমিনুর রশীদ (শিল্পু), মাসুক আহমদ, সেলিম রেজা, নাজমুল আজিজ জুবায়ের, দেলোয়ার হোসেন চৌধুরী এমরান, সাজ্জাদ খান (টিপু), আহমেদ ইকবাল সাদেক, শফিউল আলম সজল, শহিদুর রহমান, মনিরুজ্জামান (খিরাজ), মোঃ আল আমিন মিয়া, সৈয়দ শাহ নেওয়াজ, আছাবুর রহমান (জীবন), শাহজাহান কবির, অজিত লাল দাস, জাফর মোঃ মাসুদ, মাহমুদুর রহমান (রিয়াজ), সুমন আজাদ, আলাল মহসিন, টফি চৌধুরী প্রমুখ।

You might also like