করোনায় আক্রান্ত পুলিশদের চিকিৎসায় ৪৫০ শয্যার হাসপাতাল ভাড়া

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হবে রাজধানীর ইমপালস হাসপাতালে। প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য হাসপাতালটি ভাড়া করা হয়েছে। শুধু করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসা প্রদানের জন্য ৪৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি ব্যবহার করবে পুলিশ।পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুগ্রহে পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ইমপালস হাসপাতাল প্রাইভেট লিমিটেডে বন্দোবস্ত করা হয়েছে। পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহায়তায় স্বল্পতম সময়ে এই হাসপাতালটি আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থার প্রক্রিয়া সম্ভব হয়েছে।গত ৫ মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং ইমপালস হাসপাতালের মধ্যে এ সংক্রান্ত একটি এমওইউ স্বাক্ষর হয়েছে। দ্রুতই ইমপালস হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া শুরু হবে।

You might also like