ছাতকে রেলওয়ের এলডিএ‘র বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদ
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ বাংলাদেশ রেলওয়ে ছাতক বাজার নির্বাহী প্রকৌশলী দপ্তরের (এলডিএ) মোঃ মাহমুদ আলম সরকারী চাকুরী গ্রহনের আগ থেকেই সুনামধন্য মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।সম্প্রতি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে (হাবিবুর রহমান চৌধুরী) নামের একটি পেইজে ও বিভিন্ন নামে বেনামে ফেইসবুক আইডি থেকে মিথ্যা বানোয়াট মনগড়া তথ্য উপস্থাপন করা হচ্ছে বলে মাহমুদ আলমের অভিযোগ করেছেন ।মাহমুদ আলম বলেন, মূলত দূর্ণীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে নামে বেনামে ফেইসবুকে আইডি থেকে অপপ্রচার করা হচ্ছে বিষয়টি তার দৃষ্টিগোচর হয়। এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানান তিনি। অপপ্রচারের মাধ্যমে তার সুনাম নষ্ট ও সামাজিকভাবে হেয় হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এইসব ভুয়া ফেইসবুক আইডি পরিচালনাকারীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান মাহমুদ আলম।