আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়লো
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও এক দফা বাড়িয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার।শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।এ দিকে, করোনার কারণে ৩১ ডিসেম্বর ভার্চুয়ালি বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, দেশে করোনা ভাইসের প্রকোপ বাড়ায় গত ১৭ মার্চ থেকেই সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ কওমি মাদরাসা বাদে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল। সেই সময় শেষ হওয়ার একদিন আগে আরও এক দফা ছুটি বাড়ানোর ঘোষণা দিল সরকার।