কানাডার সড়কে ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
নিউজ ডেস্ক
সত্যবাণী
কানাডা: কানাডার ম্যানিটোবায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- আদিত্য নোমান, আরানুর আসাদ চৌধুরী ও রসুল বাঁধন। তাদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। তিনজনই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন ছিলেন বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে।সামাজিক যোগাযোগমাধ্যম বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, ‘নিহত ৩ শিক্ষার্থী ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই দুইজন ও পরে হাসপাতালে আরও একজন মারা যান। কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিত ছিলেন।এ ঘটনায় আহত অপর গাড়ির চালক ৫৩ বছর বয়সী এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় উইনিপেগের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।