দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি
নিউজ ডেস্ক
সত্যবাণী
চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার সোয়া ৭টার দিকে হাজী রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ভিডিও বার্তায় বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমরা সবাই গাড়ি পরিবর্তন করেন।
সামনে একটি প্রাইভেকার ছিল, যেটা হাসনাত আবদুল্লাহ ও সারজিস ভাইদের গাড়ি থেকে সাত মিনিটের দূরত্বে ছিল। সেই গাড়িটাকে একটি ট্রাক চাপা দেয়। এছাড়াও একই ট্রাক বহরে থাকা মোটরসাইকেলও চাপা দেয়। গাড়ির মালিক আওয়ামী লীগের দোসর। আমাদের হত্যা করতে নানাদিকে ষড়যন্ত্র হচ্ছে। সেটা এই ষড়যন্ত্রের অংশ।
ঘটনার প্রত্যেক্ষদর্শী মো. সামি বলেন, গাড়িতে আসিফ, মাহাতির, সবুজ ও নেওয়াজ ছিল। প্রাইভেটকারটি মহাসড়কে উঠার সময় চট্টগ্রামগামী একটি ট্রাক সাইডে গিয়ে চাপা দেয়। এতে গাড়ির সামনের অংশে দুমড়ে-মুচড়ে যায়। পেছনের গাড়ি সামনে গিয়ে ট্রাকটির চালক ও হেলপারকে আটক করে লোহাগাড়া থানায় দেওয়া হয়েছে। তারা এখন লোহাগাড়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহরে থাকা একটি গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে কোনো হতাহত হয়নি। তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।