মাইকিং করে জাবি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলা, আহত ৫
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ক্রিকেট টুর্নামেন্টের পূর্ব শত্রুতার জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন গেরুয়া নামক এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ব্যাপক হামলা চালিয়েছে স্থানীয়রা।শুক্রবারের (১৯ ফেব্রুয়ারি) এ হামলায় বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ৫ শিক্ষার্থী আহত হয়েছেন।এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে কিছুদিন আগে ক্যাম্পাসের কয়েকজন ছেলের সাথে জামসিং (গেরুয়া সংলগ্ন) এলাকার ছেলেদের মারামারি হয়। প্রতিশোধ নিতে আজ শুক্রবার স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে গেরুয়া বাজারে হামলা চালায়। এ সময় তারা গেরুয়া বাজারে শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।এরপর রাত সাড়ে ৭টার দিকে এলাকাবাসী মসজিদের মাইকে ‘যার যা আছে তা নিয়ে’ আক্রমণের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আমরা শিক্ষার্থীদের শান্ত রেখেছি। আশা করছি পুলিশ স্থানীয়দের শান্ত করতে পারবে।