এ সিজন অব বাংলা ড্রামা: সোনার তরী’র ‘ভালোবাসার চিঠি’ শ্রুতিনাটক মঞ্চস্থ

হামিদ মোহাম্মদ
সত্যবাণী

লন্ডন: টাওয়ার হ্যামলেটসের ব্যবস্থাপনায় এ সিজন অব বাংলা ড্রামা’র দ্বিতীয় দিনের পরিবেশনা সোনার তরী’র ‘ভালোবাসার চিঠি’ শ্রুতিনাটক মঞ্চস্থ হয়েছে ২রা নভেম্বর।পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারের স্টুডিও হলে মঞ্চস্থ হয় এ শ্রুতি নাটক।জয় বিনায়কের রচনা ও পরিচালনায় শ্রুতি নাটকটিতে অংশ নেন বর্ষা চৌধুরী, বৃষ্টি চৌধুরী, শ্যামল মন্ডল, অরুন্ধতী দেব, অর্জুন দেব,এনায়েত সারওয়ার ও ঈশিতা সাহা।দুই বন্ধু প্রদত্ত চিঠি পাঠ,গান পরিবেশন ও নৃত্য এবং সুরের মূর্ছনায় পুরো শ্রুতি নাটকটি উপভোগ করেন দর্শকশ্রোতাবৃন্দ। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া শ্রুতি নাটক শেষ হয় পৌনে ৯টায়। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গান দিয়ে পর্বটি সাজানোয়, প্রেমের অবিনাশী একটি সেতু বন্ধন তৈরীর বার্তা পরিবেশনায় উঠে আসে।প্রেম,বন্ধুত্ব,সংকট বর্তমান সমাজ ভাঙনের চিত্রকে দর্শকশ্রোতাকে আলোড়িত করে। জয় বিনায়কের তথা সোনারতলীর ব্যতিক্রমী এ আয়োজন ছিল মুগ্ধকরা একটি সন্ধ্যা।

You might also like