কর্নেল (অবঃ) মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীককে গ্লোবাল জালালাবাদের আজীবন সম্মাননা প্রদান

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ৩য় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫ উপলক্ষে স্পেনের বার্সেলোনায় এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।এই উৎসবকে ঘিরে পূর্ব লন্ডনের স্ট্রাটফোর্ড এলাকার একটি অভিজাত হোটেলে এক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট অতিথি জি.এস. কিডনি ফাউন্ডেশন সিলেটের অন্যান্য প্রতিস্টাতা কর্নেল (অবঃ) মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক-কে তাঁর জাতীয় ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কর্তৃক আজীবন সম্মাননা প্রদান করা হয়।এছাড়াও, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা-এর সম্মানিত সাবেক সভাপতি ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. এ কে আব্দুল মুবিন-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মাননা ক্রেস্ট তুলে দেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব সংগঠনের উপদেষ্টা ড.আলা উদ্দিন,সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট নজরুল ইসলাম বাসন,চিফ ট্রেজারার রফিকুল হায়দার,বাংলাদেশ সেন্টারের সাবেক ট্রেজারার সিরাজুল ইসলাম,সংগঠনের সহসভাপতি মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আশিকুর রহমান আশিক,মোহাম্মদ ইছবাহ উদ্দিন,ড. সৈয়দ মাসুক আহমেদ,অলিউদ্দিন শামীম, শেখ ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দিপক,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস,দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ, মহিলা নেতৃবৃন্দসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্নেল (অবঃ) মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক দেশের স্বাধীনতা, সমাজকল্যাণ ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর কর্মপ্রেরণা আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।সবশেষে সংগঠনের পক্ষ থেকে প্রবাসে বাংলাদেশি ঐক্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের অব্যাহত ভূমিকার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

You might also like