ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা ও বৈশাখী উৎসব

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত‍্যবাণী

লন্ডন: রবিবার অনুষ্ঠিত হলো যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের এজিএম এবং বৈশাখী উৎসব।

সংগঠনের সাধারণ সস্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাতের পরিচালনায় এবং ট্রাস্টি বোর্ডের চেয়ার অধীর রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে রহমান জিলানি, মোহাম্মদ এনামুল হক, আব্দুল আউয়াল, অধীর দাস, ড. সিরাজ চৌধুরী, অজিত সাহা, কাউন্সিলর সায়মা আহমেদ, বুলবুল হাসান, আশরাফ জামান, আসাবুল হোসেন, ব্যারিস্টার ইসরাত জাহান পল্লবী, ডা. ডাম্বেল বিশ্বাস এবং মোহাম্মদ খালেদ মিল্লাতকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. রেজাউল করিম চুন্নু। বৈশাখী আয়োজনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং অতিথি শিল্পীরা গান, আবৃত্তি, ফ্যাশন শো আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

You might also like