বিএফসি স্পোর্টিং ক্লাব এন্ড ফুটবল একাডেমিকে বাফুফের নিবন্ধন প্রদান

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: সিলেটের বিশ্বনাথ সাবেক ফুটবলপ্রেমী কৃতি ফুটবলাররা ২০10 সালে ইংল‍্যান্ডে প্রাণের টানে গঠন করেছিলেন বিএফসি ফুটবল ক্লাব এন্ড ফুটবল একাডেমি ।হাঁটি হাঁটি পা পা করে তারা একবছর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করেছিলেন তাদের একাডেমীকে নিবন্ধিত করার জ‍ন‍্য।এক বছর পর তাদের স্বপ্ন পূরণ হয়েছে।বাফুফে বিএফসি ফুটবল ক্লাব এন্ড ফুটবল একাডেমীকে তাদের তালিকায় নিবন্ধিত করেছে ।সংগঠনের নিবন্ধন পাওয়া উপলক্ষে রবিবার ১১ মে পূর্বলন্ডনের সোনারগাঁ রেস্টুরেন্টে এক আনন্দ সভার আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি কামাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবেল আহমদের পরিচালনায় এ অনুষ্ঠানে এ অন্তর্ভুক্তির জন‍্য বাফুফের সভাপতি তাবিথ আউয়াল সহ বাফুফের বর্তমান কমিটির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার তরুণ ক্রীড়া সংগঠক কাওসার আহমদ, সহসভাপতি আমিনুল ইসলাম লাভলু,ফয়সল আহমদ,কামরুল আবেদীন,সহ সাধারণ সম্পাদক মইন উদ্দিন,আতিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ সুমন,প্রচার সম্পাদক কামরুল ইসলাম তুহিন,ক্রীড়া সম্পাদক সাহাব উদ্দিন,মারুফ আহমদ,আব্দুস ছালিক,সহ দফতর সম্পাদক মকবুল আহমদ,সদস‍্য জাকির হোসেন,শহিদ আহমদ,রুহেল মিয়া ও খলিলুর রহমান সহ আরো অনেকে।সভাশেষে এ অর্জনের জন্য সকলে মিলে কেকে কেটে আনন্দ ভাগাভাগি করেন সংগঠনের সদস্যরা ।

You might also like