লন্ডনে শুরু হচ্ছে মাসব্যাপী ‘এ সিজন অব বাংলা ড্রামা’: শুক্রবার উদ্ধোধন
হামিদ মোহাম্মদ
সত্যবাণী
লন্ডন: লন্ডনে মাসব্যাপী ‘এ সিজন অব বাংলা ড্রাম’ শুরু হচ্ছে, আাগামীকাল শুক্রবার। বিকাল সাড়ে পাঁচটায় উদ্ধোধন হবে পূর্বলন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে।উদ্ধোধনী দিনে থাকছে নাটক ‘এনএন্থোলজি অব কাইন্ডনেস’। ১লা নভেম্বর থেকে এ নাট্যোতসব চলবে৩০ নভেম্বর পর্যন্ত। দেড় দশক ধরে একটানা টাওয়ার হ্যামলেটস এ আয়োজন করে আসছে। লন্ডনে বাংলা ড্রামার এ উতসবে বাঙালিকমিউনিটিতে বাংলাসংস্কৃতি চর্চা ও বিনোদনে প্রতি বছর ব্যাপক সাড়াপড়ে।
টাওয়ার হ্যামলেটসের উদ্যোগে ‘এ সিজন অব ড্রামা চলবে ব্রাডিআসর্টস সেন্টার, কুইনমেরী ইউনিভার্সিটির আর্টস ওয়ান স্টুডিওহলে। মঞ্চস্থ হবে ৩১ অক্টোবর উদ্ধোধনী ও ১ নভেম্বর ‘এন এন্থোলজিঅব কাইন্ডনেস’। ২য় দিনে ২রা নভেম্বর ব্রাডি আর্টস সেন্টারে‘ভালোবাসার চিঠি। ৮ নভ্ম্বের কুইনমেরী আর্টস ওয়ান স্টুডিওতে‘আসুকড’, ব্রাডি আর্টস সেন্টারে এদিন মঞ্চস্থ হবে নোরাস রিটার্ন,’ ৯ নভেম্বর ব্রাডি আর্টস সেন্টারে ‘বেসুরা’.১৪ নভেম্বর ব্রাডি আর্টসসেন্টারে ‘ইস্ট টু এলসওয়ার’,১৫ নভেম্বর ব্রাডি আর্টস সেন্টারে‘শ্রেসলিস,’ ১৬ নভেম্বর ব্রাডি আর্টস সেন্টারে নিশব্দের শব্দ’, ২২ নভেম্বর ব্রাডি আর্ট সেন্টারে ‘এ জুট লস্কর স্টরি’, ২২ নভেম্বরকুইনমেরী আর্টস ওয়ান স্টুডিওতে ডিগনিটি এন্ড জাস্টিজ’, ২৩ নভেম্বর ব্রাডি আর্টস সেন্টারে ‘নিটাস ওয়েডিং, ২৮ ও ২৯ নভেম্বরব্রাডি আর্টস সেন্টারে ‘ক্রিপার বাজার’, এবং শেষ দিন ব্রাডি আর্টসসেন্টারে মঞ্চস্থ হবে জৈয়ন্তিকা’।এছাড়া রয়েছে আবৃত্তি, বিতর্ক, মুখোমুখি কথোপকথনসহ বিভিন্ন উপস্থাপনা। প্রতিটি উপস্থাপনা ও নাটক মঞ্চায়নে রয়েছেন বাঙালি বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন।