সাউথ এশিয়ান হ্যারিটেজ মাস

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ সাউথ এশিয়ান হ্যারিটেজ মান্থ বা দক্ষিণ এশীয় ঐতিহ্য – কৃষ্টি মাস — এই শিরোনামে মূলত পুরো এক মাসজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা গর্বের সাথে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ইতিহাস-ঐতিহ্য-কৃষ্টিকে আমাদের দক্ষিণ এশিয়ান কমিউনিটির সামনে তুলে ধরি।আগামী ১৮ জুলাই থেকে ১৭ অগাস্ট পর্যন্ত পুরো এক মাস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবার পালিত হবে সাউথ এশিয়ান হ্যারিটেজ মাস। এবারের সাউথ এশিয়ান হ্যারিটেজ মাস পালনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘রুটস টু রুটস’ অর্থাৎ ‘শিকড় থেকে পথের সন্ধানে’।বিভিন্ন অনুষ্ঠান যেমন, মঞ্চ নাটক, সঙ্গীত, নৃত্য, প্রদর্শনী, হ্যারিটেজ ওয়াকস অর্থাৎ পায়ে হেঁটে ঐতিহ্য—কৃষ্টি ঘুরে দেখা এবং দক্ষিণ এশিয়ার প্রথাগত বা ট্রাডিশনাল খাবার তুলে ধরা হয় সাউথ এশিয়ান হ্যারিটেজ মাসে। এসব অনুষ্ঠান উপভোগ করার জন্যে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। বেশির ভাগ অনুষ্ঠানই সবার জন্যে উন্মুক্ত।তবে এসব অনুষ্ঠানে অংশ নিতে হলে আগে থেকে বুকিং দিতে হবে। নিচের ইভেন্টব্রাইট ওয়েবসাইট বাটনে ক্লিক করে সাউথ এশিয়ান হ্যারিটেজ মাসের যে কোনো অনুষ্ঠানের টিকিট বুকিং দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

You might also like