এই ইসলামোফোবিয়া সচেতনতা মাসে ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে অবস্থান নিন
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ নভেম্বর মাস হলো ইসলামোফোবিয়া এওয়ারনেস মান্থ (আইএএম) অর্থাৎ ইসলামভীতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির মাস।এর লক্ষ্য হলো – দেশব্যাপি ইসলামোফোবিয়ার উত্থান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং এতদসংক্রান্ত যে কোন ঘটনা সম্পর্কে আরো ভালোভাবে পুলিশের কাছে রিপোর্ট করতে উৎসাহিত করা।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা বিশ্বাস করি যে, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা আমাদের এই বরোতে বসবাসরত সকল কমিউনিটির সাথে একাত্মতা প্রকাশ করছি এবং ইসলামোফোবিয়া সহ সকল ধরনের ঘৃণামূলক অপরাধ মোকাবেলা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই বারায় ঘৃণাজনিত অপরাধের কোন স্থান।
কাউন্সিলের ‘নো প্লেস ফর হেইট’ শীর্ষক অঙ্গিকারের স্বাক্ষর করার মাধ্যমে ইসলামোফোবিয়া সচেতনতা মাসের প্রতি সমর্থন জানাতে টাওয়ার হ্যামলেটসের সকল বাসিন্দা এবং এখানে আগত লোকজনের প্রতি আহ্বান জানানো হয়েছে।যদি আপনি নিজে ঘৃণামূলক অপরাধের শিকার হোন বা এ ধরনের কোন ঘটনার প্রত্যক্ষদর্শী হোন, তাহলে ১০১ নাম্বারে ফোন করে পুলিশকে রিপোর্ট করুন। জরুরি অবস্থায় সর্বদা ৯৯৯ নাম্বারে কল করুন। এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইট (www.towerhamlets.gov.uk) ভিজিট করে সহায়তামূলক সেবাগুলো গ্রহণ করতে পারেন।