ক্যাটারিং ইন্ডাষ্ট্রির চলামান সমস্যা নিয়ে ব্রিটিশ মন্ত্রীদের সাথে বিবিসিএ প্রতিনিধি দলের বৈঠক

মতিয়ার চৌধুরী
সত্যবাণী

লন্ডনঃ ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারারর্সদের প্রতিনিধিত্বকারী সংগঠন ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারারর্স এ্যাসোসিয়েশন (বিবিসিএ) এর তিন সদস্যের একটি প্রতিনিধি দল গেল ২১অক্টোবর ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্য্যালয় দশ নং ডাউনিং ষ্ট্রীটে কারী ইন্ডাষ্ট্রির চলমান সমস্যা নিয়ে বৈঠক করেন।বৈঠকে কয়েকজন ব্রিটিশ মন্ত্রী উপস্থিত ছিলেন দুপুর এক ঘটিকা থেকে বেলা বেলা দুইটা ত্রিশমিনিট পর্যন্ত দেড় ঘষ্টাব্যাপী বৈঠকে ক্যাটারারর্স নেতৃবৃন্দ রেষ্টুরেন্ট সেক্টরে ষ্টাফ সংকট, ভিয়েটি ইত্যাদি বিষয়গুলো তুলে ধরে বলেন মহামারী কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী মন্দা পরিস্থি বিরাজ করছে, রেষ্টুরেন্ট সেক্টরে রয়েছে ষ্টাফ সংকট, অন্যদিকে সরকার কর্তৃক ৫% ভিয়েটি বৃদ্ধি করায় ব্যবসায়ীদের সমস্যায় ফেলেছে। ১২.৫% এর জায়গার সরকার কর্তৃক ১৫% ভিএটি নির্ধারন করা হযেছে সরকার ইতমধ্যেই ঘোষনা দিয়েছে ২০২৩ সাল থেকে ব্যাবসায়ীদের ভ্যাট পরিশোধ

করতে হবে ২০% হারে। বিবিসিএ এর প্রতিনিধি দল বৈঠকে ২০২৩ সাল পর্যন্ত ভ্যাট ১৫% রাখতে আবেদন জানান । সেই সাথে ব্যবসায়ীরা সংকট কাটিয়ে উঠতে সাউথ এশিয়া এবং ইউরোপ থেকে চুক্তি ভিত্তিক কর্মী আনতে সরকারের প্রতি দাবী জানায়। ইউরোপ এবং সাউথ এশিয়ার দেশ ভারত-বাংলাদেশ থেকে অদক্ষ রেষ্টুরেণ্ট ষ্টাফ অনতে বিধিনিষেধ শিথিল করতে সরকার চিন্তাভাবনা করছে মন্ত্রিরা বৈঠকে জানান। বৈঠকে ব্রিটিশ বিবিএ‘র প্রেসিডেন্ট সাবেক পুলিশ কর্মকর্তা ও কাউন্সিলার সেলিম চৌধুরীর নেতৃত্বে বৈঠকে অংশ নেন বিবিসিএ‘র সাবেক প্রেসিডেন্ট কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম ও সেক্রেটারী জেনারেল তফজ্জুল মিয়া। বিবিসিএ প্রেসিডেন্ট সেলিম চৌধুরী বলেন আমরা এবিষয়ে সরকারেরর সাথে দেন দরবার চালিয়ে যাচ্ছি আশা করা যাচ্ছে যদি সরকার থেকে আমাদের যৌক্তিক বাদী গুলো মেনে নেয়া হয় বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক আনা সম্ভব হবে।
ক্যাপশনঃ ছবি আছে।

You might also like