টিকা নিয়েছেন দেশের ২ কোটি ৪২ লাখ মানুষ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ মহামারি করোনা থেকে বাঁচতে দেশে টিকা নিতে আগ্রহীদের সংখ্যা বেড়েছে। আগে যাঁরা অনাগ্রহী ছিলেন তাঁরাও হুমড়ি খেয়ে পড়ছেন টিকাকেন্দ্রে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে এ পর্যন্ত ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।এরমধ্যে করোনার প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭২ লাখ ৪২ হাজার ৪৭৯ এবং দুই ডোজই নিয়েছেন ৬৯ লাখ ৭৬ হাজার ৩১৭ জন।মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত প্রথম ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৯ লাখ ৬৮ হাজার ৯৩৪ আর নারী ৭২ লাখ ৭৩ হাজার ৫৪৫ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৪২ লাখ ৯৯ হাজার ৯৬৩ আর নারী ২৬ লাখ ৭৬ হাজার ৩৫৪ জন।এছাড়াও মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশে ৩ কোটি ৬১ লাখ ২৭ হাজার ৫০৯ জন করোনা টিকা পেতে নিবন্ধন করেছেন।

You might also like