বাংলাদেশে ও জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সামাজিক সাহায্য

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে উদ্ভত পরিস্থিতিতে জিয়া ফোরাম অস্ট্রেলিয়া সিডনীতে তাদের সামাজিক সহযোগিতা অব্যহত রেখেছে এবং এর পাশাপাশি প্রিয় মাতৃভুমি বাংলাদেশের বিপন্ন মানুষের মাঝেও তাদের ত্রান তৎপরতা শুরু করেছে।।

সিডনীতে বসবাসকারী বিশেষ করে যারা এখানে স্থায়ী ভাবে বসবাসের জন্য আইনী লড়াই করে যাচ্ছন অথবা মেধাবী ছাত্র যারা এখানে এসেছেন পড়াশুনা করতে তাদের অবস্থা অত্যন্ত সংগীন।
জিয়া ফোরাম অস্ট্রেলিয়া তাদের সামাজিক অবস্থানের কথা বিবেচনা করে তাদের বাসায় যেযে যেয়ে সামাজিক সাহায্য প্রদান করছে। এর পাশাপাশি তারা আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশের নিরন্ন মানুষের মাঝেও ত্রান বিতরনের উদ্যগ নিয়েছে। এই উদ্যগের অংশ হিসাবে তারা আজ আশুগন্জে ২০০জন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করে। তারা এই সাহায্য ভবিষ্যতেও অব্যহত রাখতে চায় আর এর জন্য প্রয়োজন প্রবাসে অবস্থানরত বিত্তশালীদের ঐকান্তিক সহযোগিতা। আমাদের ছোট ছোট সহযোগিতা যোগান দিতে পারে প্রিয় মাতৃভুমির হাজার হাজার ক্ষুধার্ত মানুষের ক্ষুধার অন্ন।

You might also like