ব্রিটবাংলা২৪-এর উদ্যোগে রচনা প্রতিযোগিতা : বিষয় ‘আমাদের বঙ্গবন্ধু’

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ বিদেশে জন্ম এবং বেড়ে ওঠা বাঙ্গালি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নির্ভূল এবং নির্ভেজাল ইতিহাস ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে ব্রিটবাংলা২৪ ডট কমের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক রচন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।স্বাধীন বাংলাদেশের স্থপতি,বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হচ্ছে এবার। তাই প্রথমবারের মতো ব্রিটবাংলার রচনা প্রতিযোগিতায় বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আমাদের বঙ্গবন্ধু’।নির্ধারিত নিয়মাবলির ভেতরে বিশ্বের যে কোনো দেশ থেকে রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।‘ক’ বিভাগে ৭শ শব্দ, বয়স সীমা ১১ থেকে ১৩ বছর। ‘খ’ বিভাগে ১২শ শব্দ, বয়স সীমা ১৪ থেকে ১৬ বছর। রচনা অবশ্যই ইংরেজীতে লিখতে হবে। লেখা পাঠানোর শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২০ সাল।ক এবং খ বিভাগ থেকে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জনকারীকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। এছাড়া দু বিভাগ থেকে ১০টি করে শীর্ষ ২০টি লেখা নিয়ে প্রকাশিত হবে আকর্ষণীয় ম্যাগাজিন। বিস্তারিত নিয়মাবলি জানাতে ক্লিক করুন : http://britbangla24-essay.com/

You might also like