সুইডেন আওয়ামী যুবলীগের জাতিয় শোক দিবস পালিত।

নিউজ ডেস্ক
সত্যবাণী

সুইডেনঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পাঁচাত্তুরের ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের স্মরণে সুইডেন আওয়ামী যুবলীগ এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে গতকাল ১৬-০৮-২০২০ রবিবার।করোনা কালিন মহামরির জন্য সুইডেন সরকার কতৃক নিদর্শিত স্বাস্হ্য বিধি মেনে ১৬ই আগষ্ট রবিবার স্টকহোমের হুজবিতে একটি উন্মুক্ত স্থানে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুইডেন আওয়ামীলীগ এর সম্মানিত সভাপতি জনাব এইচ এম জাহাঙ্গীর কবির শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জনাব মহিউদ্দীন আহমদ লিটন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সিরাজুল হক খান রানা, জুলফিকার আলী হায়দার,মহিলা সম্পাদিকা নীলা চৌধুরী ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জহিরুল হক চৌধুরী,সভায় সভাপতিত্ব করেন যুবলীগ নেত মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা শাহারিয়ার রিয়াদ এর সণ্চালনায় শোক সভার শুরুতেই সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগষ্ট ও বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দান কারী সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয় এক মিনিট নীরবতা পালন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।বঙ্গবন্ধু ও তার পরিবারের এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সুইডেন আওয়ামীলীগ এর সহ-সভাপতি জনাব জুলফিকার আলী হায়দার।

শোক সভার আলোচনায় ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হন সুইডেন আওয়ামীলীগ এর সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর কবির তিনি আগত সকলের উদ্দেশ্যে ১৫ই আগষ্ট নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং সুইডেন সরকারের স্বাস্হ্য বিধি মেনে ১৫ই আগষ্ট এর শোক সভায় উপস্থিত হওয়ার জন্য সুইডেন যুবলীগ সহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঙ্ঘাপন করেন।শোক সভায় বক্তব্য রাখেন শোক সভার সভাপতি ও সুইডেন আওয়ামী যুবলীগ এর অন্যতম নেতা মিজানুর রহমান মিজান,মুর্তজা হক নিপু, আবুল হোসাইন,ফকির মিজানুর রহমান,শাহারিয়ার রিয়াদ, ইকবাল উদ্দিন মামুন,সাহাবুদ্দিন আল ফকির,সুলতান মাসুদ, মো:সহিদ উল্লাহ, হাসানুল হক বান্না, রওশন আরা লিপি সহ আরো অনেকে।

আরো বক্তব্যে রাখেন সুইডেন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক খান রানা, জুলফিকার আলী হায়দার,মহিলা সম্পাদিকা নীলা চৌধুরী,সহ- মহিলা সম্পাদিকা ইসরাত জাহান,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আফছার আহমেদ,সহ-সাঙ্কৃতিক সম্পাদক বেলায়েত উদ্দিন নিপা,0সদস্য মাহামুদুর রহমান মিঠু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জহিরুল হক চৌধুরী সহ আরো অনেকে।শোক সভায় আরো উপস্থিত ছিলেন সুইডেনে বসবাসরত মুজিব আদর্শের অনেক ভাই ও বোনের।মহামারি করোনার মধ্যে শোক সভায় উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন সভার সভাপতি সুইডেন যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান।শোক সভা শেষে উপস্থিত সভার মাঝে কাঙ্গালী ভোজের তোবারক বিতরন করা হয় সুইডেন আওয়ামী যুবলীগের পক্ষ থেকে।

You might also like