ভারতের কোনও অংশ দখল করতে পারেনি চীন: মোদি
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
চীন-ভারত: সম্পূর্ণ ইউটার্ন নিয়েছেন মোদি।ভারতীয় সংবাদমাধ্যমসহ সেদেশের নেতা কর্মীদের বক্তৃতায় একটা কথাই উঠে আসছিল,চীন ভারতের সীমানায় ঢুকে পড়ায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশের সেনারা।আর এতেই নিহত হয় ভারতের ২০ সেনা।কিন্তু সুর পাল্টে মোদি বললেন তাদের সীমানায় কেউ প্রবেশ করেনি।শুক্রবার সর্বদলীয় বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,আমাদের কোনও পোস্ট দখল হয়নি।বা কেউ আমাদের সীমান্ত টপকে দেশের মধ্যে ঢুকেও পড়েনি।এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘লাদাখে আমাদের ২০ জন বীর জওয়ান শহিদ হয়েছেন। কিন্তু, তার আগে তারা ভারত মাতার দিকে যারা চোখ তুলে তাকিয়ে ছিল তাদের চরম শিক্ষাও দিয়েছে।’
দেশের নাগরিক ও সরকারের জওয়ানদের ভরসা রয়েছে বলে মন্তব্যও করেন তিনি। এপ্রসঙ্গে বলেন,জওয়ানদের উপর পুরো ভরসা রয়েছে দেশের।আমি ওই বীর জওয়ানদের এই কথা বলতে চাই যে পুরো দেশ আপনাদের সঙ্গে রয়েছে।তবে তার কোথায় নতুন করে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিলেন নেটিজেনদের। যদি সীমানা পেড়িয়ে কেউ প্রবেশ না করে থাকে তাহলে সংঘর্ষ কেন?