সিনহা হত্যা তদন্তে চলছে গণশুনানি

নিউজ ডেস্ক
সত্যবাণী

টেকনাফ: মেজর (অব.) সিনহা মো.রাশেদ খানের খুনের ঘটনায় গণশুনানি শুরু হয়েছে।আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে তদন্ত কমিটির এই গণশুনানি শুরু হয়।শুনানিতে সাক্ষ্য দিতে ১১ জনের নাম নিবন্ধন করা হয়েছে।নিবন্ধনকৃত এসব সাক্ষীদের কাছ থেকে সাক্ষ্য নিচ্ছে তদন্ত কমিটি।শুনানিতে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান।

এর আগে গত ১২ আগস্ট তদন্ত কমিটির সদস্য কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা.শাহজাহান আলী একটি গণ বিজ্ঞপ্তি জারি করেন।এতে তিনি বলেন, ‘৩১ জুলাই আনুমানিক রাত ৯টায় পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহত হন।এ ঘটনার সুষ্ঠু তদন্তে কমিটি গণশুনানির আয়োজন করেছে।’

প্রসঙ্গত,গত ৩ জুলাই সিনহা মো. রাশেদ খানের সঙ্গে শিপ্রা দেবনাথ,সাহেদুল ইসলাম সিফাত ও তাহসিন রিফাত নুর কক্সবাজার আসেন ভ্রমণ বিষয়ক ভিডিওচিত্র ধারণ করতে।৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা।এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সিফাতকে আটক করে কারাগারে পাঠায়।পরে রিসোর্ট থেকে শিপ্রাকে আটক করা হয়।দুজনই বর্তমানে জামিনে মুক্ত।এ ঘটনায় ওসি প্রদীপসহ চার পুলিশ ও পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন।যাদের রিমান্ড শুনানি করছে তদন্তকারী সংস্থা র‌্যাব।

You might also like