১৮ই অক্টোবর থেকে শুরু হচ্ছে ২১তম রেইনবো চলচ্চিত্র উৎসব

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: আগামী ১৮ই অক্টোবর রবিবার থেকে শুরু হচ্ছে ২১তম রেইনবো চলচ্চিত্র উৎসব । লন্ডনস্থ রেইনবো চলচ্চিত্র সংসদ বিগত ২১ বছর থেকে নিয়মিতভাবে এই উৎসবের আয়োজন করে আসছে। বাংলাদেশ, ভারত, শ্রিলংকা, ইতালী, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, কসোভো সহ ১২ দেশের মোট ২৫ টি চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে এবারের উৎসব।
বর্তমান বিশ্বের মহামারীর কারনে এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সহ বেশীর ভাগ প্রদর্শনী অনলাইন প্লাটফর্মে দেখানো হবে। সোমবার ১৯শে অক্টোবর থেকে শুক্রবার ২৩শে অক্টোবর প্রতিদিন বিকেল ৫.৩০ মি: পূর্ব লন্ডনের ব্রাডী আর্টস সেন্টারে একটি করে প্রদর্শনী অনুষ্টিত হবে। সামাজিক দুরত্বের কারনে প্রথম আসলে প্রথম ভিত্তিতে ২৫ জন দর্শক ব্রাডি আর্টস সেন্টারে এই অনুষ্ঠান দেখতে পাবেন। অংশগ্রহনকৃত সকল চলচ্চিত্র অনলাইনে দেখার সুযোগ থাকবে।
এবারের উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ গল্প, শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্য/তথ্য চিত্র, শ্রেষ্ঠ মানবিকতার চলচ্চিত্র, বিশেষ জুরি পুরষ্কার সহ আরো তিনটি রেইনবো চলচ্চিত্র সংসদ পুরষ্কার দেয়া হবে।
বিস্তারিত জানার জন্য ওয়েব সাইট www.rainbowfilmsociety.com দেখুন। rainbowfs@aol.com ঠিকানায় ইমেইল করুন অথবা ০৭৯৫৬-৯২৪২৪৬ নম্বরে ফোন করুন।

You might also like