দুই শিশুর জাপানি মায়ের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চান সাবেক স্বামী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে জাপানি নারী এরিকোর কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন তার স্বামী ইমরান শরীফ।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ইমরানের পক্ষে তার আইনজীবী ফাওজিয়া করিম এ নোটিশ পাঠান।নোটিশ পাওয়ার ৭দিনের মধ্যে ওই ক্ষতিপূরণ দিতে বলা হয়। অন্যথায় এরিকোর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এদিকে আদালতের নির্দেশে গুলশানের একটি ভাড়া বাসায় ১৫ দিনের জন্য দুই সন্তানসহ উঠেছেন এরিকো–ইমরান দম্পতি। আগামী ১৬ সেপ্টেম্বর আদালত তাদের বিষয়ে পরবর্তী নির্দেশ দেবেন।প্রসঙ্গত, জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ২০০৮ সালে টোকিওতে বিয়ে করেন। এরিকো পেশায় চিকিৎসক ও ইমরান তড়িৎ প্রকৌশলী। তাদের ৩ সন্তান রয়েছে। চলতি বছরের শুরুতে এরিকো বিবাহবিচ্ছেদের আবেদন করেন। এর মধ্যেই ইমরান তার ২ শিশুকন্যাকে নিয়ে ঢাকায় চলে আসেন।এদিকে জাপানের আদালত এরিকোর জিম্মায় সন্তানদের ছেড়ে দিতে নির্দেশ দেন। সন্তানদের ফিরে পাওয়ার জন্য আদালতের শরণাপন্ন হন এরিকো। অপরদিকে ইমরানও বাংলাদেশের পারিবারিক আদালতে সন্তানদের জিম্মা চেয়ে আবেদন করেন।

You might also like