নারায়ণগঞ্জে ভোট দেখে মাহবুব তালুকদার বললেন, ‘সর্বোত্তম’ সিটি নির্বাচন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন,নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিজেদের মেয়াদে সর্বোত্তম নির্বাচন।রবিবার (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচন শেষে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।মাহবুব তালুকদার বলেন, নাসিক নির্বাচন আমাদের কার্যকালে সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচন। এটি ছিল আমার অনেক প্রত্যাশার স্থান। কারণ, আমি ইতোপূর্বে বলেছি যার শেষ ভালো, তার সব ভালো। নাসিক নির্বাচনে আমি ৪টি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেছি।এই নির্বাচনে উল্লেখযোগ্য কোনা সংঘর্ষ ও সন্ত্রাসের ঘটনা ঘটেনি। বিগত ৫ বছরে যতগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় প্রথম কুসিক নির্বাচন ও সর্বশেষ নাসিক নির্বাচন সর্বোত্তম।

সংসদ সদস্য শামীম ওসমানের নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) অবস্থানকে ইঙ্গিত করে মাহবুব তালুকদার বিস্ময় প্রকাশ করেন।তিনি বলেন,নাসিক নির্বাচন সম্পর্কে আমি কিছুটা বিস্মিত।একজন মাননীয় সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘণ করে প্রচারণা চালিয়েছেন।কিন্তু আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে কোনো চিঠি পর্যন্ত দেওয়া হয়নি।বরং বলা হয়েছে,তিনি আচরণবিধি লঙ্ঘণ করলেও শাস্তিযোগ্য অপরাধ করেননি (সিইসি এই বক্তব্য দিয়েছেন)।আচরণবিধি ভঙ্গ করলে শাস্তিযোগ্য অপরাধ কিংবা শাস্তিহীন অপরাধের বিভাজন কোথায় আছে? তাহলে অন্যান্য সংসদ সদস্যদের আচরণবিধি লঙ্ঘনের দায়ে চিঠি দেওয়া হলো কেন?

You might also like