মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম মিশরী মুনমুন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষার মেধা তালিকায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মিশোরী মুনমুন। তার বাবার নাম আব্দুল করিম, মায়ের নাম মুসলিমা খাতুন।তিনি পাবনা মেডিক্যাল কলেজ থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৮৭ দশমিক ২৫।মিশোরী পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পাবনা এডওয়ার্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

আজ রবিবার (৪ এপ্রিল) মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।এবারের ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ৪৮ হাজার ৯৭৫ জন। তাদের মধ্যে প্রথম চার হাজার ৩৫০ জন পরীক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।ফল প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ( বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা জানান, এবারে মোট এক লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৭৯২ জন। ছয় হাজার ৮২ জন অনুপস্থিত ছিল। মোট নির্বাচিতদের মধ্যে নারী দুই হাজার ৩৪১ জন আর পুরুষ দুই হাজার নয় জন।চার হাজার ৩৫০ জনের মধ্যে চলতি শিক্ষাবর্ষ থেকে আছেন তিন হাজার ৯৩৭ জন। আগের শিক্ষাবর্ষ থেকে আছেন ৪১৩ জন। গত ২ এপ্রিল চলতি শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

You might also like