ইয়াস? ইয়েস

 দিলীপ মজুমদার

গত বছর করোনা সংক্রমণের আবহে এসেছিল ঝড়। আমপান। মে মাসে। এবছরও সেই মে মাসে, সেই করোনার আবহে এল ইয়াস (বা যশ )। গতবার ঝড়ের দাপট ছিল বেশি। এবার জলের দাপট। বঙ্গোপসাগর হঠাৎ যেন প্রচণ্ড রাগে দিক-বিদিকজ্ঞানশূন্য হয়ে গেল। ৩০ ফুট উঁচু জলোচ্চাস। তিন-চার তলা বাড়ির সমান। ডুবে গেল দোকানপাট, ঘরবাড়ি, চাষের জমি। নোনা জলের তলায় তলিয়ে গেল যে জমি, তাতে আর চাষাবাদ সম্ভব নয়। বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হলেও পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগণায় ক্ষতির পরিমাণ বেশি।

কলকাতার মানুষ মহা আশঙ্কা জপছিলেন। কিন্তু ইয়াস তাঁদের উপর থাবা বসায় নি। তবে কটাল আর চন্দ্রগ্রহণের জন্য যে জলোচ্ছ্বাস হয়েছিল, তাতে উত্তর ও দক্ষিণ কলকাতার বহু অঞ্চল জলমগ্ন হয়েছে। ঝড়ো হাওয়া কলকাতাকে খুব একটা ভোগায় নি আমপানের মতো। তাই কলকাতায় বিদ্যুত পরিষেবা বিঘ্নিত হয় নি।আমপানের শিক্ষা নিয়ে এবার রাজ্য সরকার জোরদার প্রস্তুতি নিয়েছিলেন। নানা বাহিনীকে মোতায়েন করা হয়েছিল, ত্রাণ শিবিরে আগেভাগে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বহু মানুষকে। তাই আমপানের মতো প্রাণহানি হয় নি। কিন্তু যে ক্ষতি হয়েছে, তা মেরামত করতে টাকা লাগবে, লাগবে সময়। সরকারের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন নিত্য সমালোচক মাননীয় রাজ্যপাল। প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছিলেন। সন্তোষ প্রকাশ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সরকারের পাশে দাঁড়িয়েছিলেন বামদল আর কংগ্রেস।

কিন্তু একদিন যেতে না যেতেই রাজ্যপাল আর বিজেপির রাজ্য সভাপতির সুর বদলে গেল। আমপানের দুর্নীতির করাল ছায়া যে ইয়াসের বেলায় রাজ্যকে গ্রাস করবে, সে কথা বলতে লাগলেন তাঁরা। নন্দীগ্রামের দলবদলু বিধায়ক হয়েছেন বিরোধী দলনেতা। আরও চড়া তাঁর সুর। তিনি হিসেব চাইলেন রাজ্য সরকারের কাছে। আশা করা যায় এই সুর আরও চড়া হবে। রাজনৈতিক চাপান-উতোর বাড়বে। মুখ্যমন্ত্রী কেন্দ্রের বঞ্চনার কথা বলেন। আমপানের সময়েও কম বরাদ্দ হয়েছিল। এবার ঝড়ের আগের দিন এক ভার্চুয়াল বৈঠকে পশ্চিমবঙ্গকে ঝড়ের জন্য ৪০০কোটি বরাদ্দ করা হয়েছে। অথচ ওড়িশা আর কর্নাটককে দেওয়া হয়েছে ৬০০ কোটি টাকা করে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন টাকা সরাসরি গ্রামবাসীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। তাহলে আর দুর্নীতির প্রশ্ন থাকবে না।
কিন্তু পশ্চিমবঙ্গ বড় বিচিত্র রাজ্য। এখানে পদে পদে রাজনীতি। সেই মেঠো রাজনীতি ঝড়কে মানে না, ভাইরাসকে মানে না। অতএব আশা করা যায় অনতিবিলম্বে মানুষের ক্ষয়-ক্ষতি ও ত্রাণকে কেন্দ্র করে রাজনীতির ঝড় উঠবে। সে ঝড় ইয়াসের চেয়ে কম ভয়ঙ্কর নয়।

লেখক: কলামিষ্ট, ফেলোশীপ প্রাপ্ত গবেষক, সত্যবাণীর কন্ট্রিবিউটিং কলামিষ্ট।

You might also like