দিল্লি যাবে হাওয়াই চটি

দিলীপ মজুমদার
দিল্লি যাবে হাওয়াই চটি।২০১৯ সালের লোকসভা ভোটের আগে এটা ছিল তৃণমূল দলের একটা স্লোগান।হাওয়াই চটি পরেন তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।স্লোগানের মাধ্যমে বোঝানো হয়েছিল দিল্লির ক্ষমতা দখলে মমতার নেতৃত্বে তৃণমূল এগিয়ে যাবে।ভোটের আগে দেশের বিজেপিবিরোধী কিছু নেতা সমবেত হয়েছিলেন মমতার ডাকে।কিন্তু লোকসভা ভোটে হিসেব মেলে নি।সমস্ত সমীক্ষাকে ব্যর্থ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি।পশ্চিমবঙ্গেও তারা ১৮টি আসন লাভ করেছিল ।২০২১সালের বিধানসভা নির্বাচনে বিজেপি খুব আশা করেছিল তারা ক্ষমতা দখল করবে রাজ্যের । প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, তৃণমূল থেকে দলবদল করে বহু নেতা-কর্মী বিজেপিতে যোগ দিচ্ছিলেন।পালে হাওয়া লাগার মতো ব্যাপার।তাই বিজেপি সর্বশক্তি নিয়োগ করেছে।নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী,রাজ্যপাল,সকলের কার্যক্রম ছিল তৃণমূলের বিরুদ্ধে।প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী,যোগী আদিত্যনাথ প্রমুখ বিজেপির কেন্দ্রীয় নেতারা ডেলি প্যাসেঞ্জারের মতো রাজ্যে আসছিলেন,রোড শো করছিলেন, জনসভায় সামিল হচ্ছিলেন।তৃণমূলকে টাইট দেবার জন্য আট দফা নির্বাচন করা হয় । প্রতিটি দফার শেষে অমিত শাহ বলে দিচ্ছিলেন কত আসনে তাঁরা জয়লাভ করবেন ।

কিন্তু ২ মে নির্বাচনের ফলাফল বিজেপির সব হিসেবকে উল্টে দিল । তারপর থেকে শুরু হল প্রতিহিংসা চরিতার্থ করার নানা আয়োজন । তারও ফল হল উল্টো । জনমানসে, এমন কি বিজেপির সমর্থকদের মধ্যেও একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে লাগল । মমতাও সুকৌশলে বাঙালি আবেগকে কাজে লাগালেন । ‘বহিরাগত’ তত্ত্ব প্রতিষ্ঠা পেল । নরেন্দ্র মোদির অপরাজেয় ভাবমূর্তিকে দারুণ ধাক্কা দিলেন মমতা । মমতাকে আক্রমণ করতে গিয়ে বিজেপি নেতৃত্ব তাঁকে অচেতনভাবে সারা ভারতে বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে দিলেন ।এই পরিপ্রেক্ষিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতে বিজেপিবিরোধী মুখ হয়ে উঠেছেন । সমাজমাধ্যমে বাঙালি প্রধানমন্ত্রীর চর্চা শুরু হয়েছে ।ভারতের বিজেপিবিরোধী শক্তিগুলি এক মঞ্চে সমবেত হলে সেটা অসম্ভব নয় ।একবার বাঙালি প্রধানমন্ত্রীর সম্ভাবনা দেখা দিয়েছিল।দলের নেতৃত্ব ঐতিহাসিক ভুল না করলে জ্যোতি বসু হতেন প্রথম বাঙালি প্রধানমন্ত্রী।মমতা বাঙালি আবেগ উস্কে দিচ্ছেন বলে তাঁকে কেউ কেউ প্রাদেশিকতা দোষে দুষ্ট বলছেন।কিন্তু ভেবে দেখলে আমরা বুঝতে পারব কেন্দ্রের ক্ষমতায় বাঙালিকে বরাবার ব্রাত্য করে রাখা হয়েছে, বরাবর কেন্দ্র বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করে এসেছে।কংগ্রেস আমলে যেমন,বিজেপির আমলেও তেমনি । বিজেপির আমলে এখনও পর্যন্ত কোন বাঙালি পূর্ণ মন্ত্রীর পদ লাভ করতে পারেন নি । তাই হাওয়াই চটি যদি ২০২৪এর নির্বাচনের পরে দিল্লি যায়, তাহলে আপামর বাঙালির বহু দিনের অবদমিত আশা পূর্ণ হবে ।

লেখক: কলামিষ্ট, ফেলোশীপ প্রাপ্ত গবেষক, সত্যবাণীর কন্ট্রিবিউটিং কলামিষ্ট।

You might also like